E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিপ্লব কী এবং কেন

২০২৪ নভেম্বর ০৪ ১৭:২৯:৫৬
বিপ্লব কী এবং কেন

আবীর আহাদ


একদল ধর্মান্ধ উচ্ছৃঙ্খল অপশক্তির ধ্বংসাত্মক রক্তপাত ও জবরদস্তিমূলক উন্মাদনায় সমাজ ও রাষ্ট্রকে করায়ত্ত করে প্রতিষ্ঠিত সত্য ইতিহাস সংস্কৃতি ও মূল্যবোধকে ধ্বংস করার নাম বিপ্লব নয়।

বিপ্লব হলো সমাজ-রাষ্ট্রের মধ্যকার অন্যায় অসংগতি কূপমণ্ডকতা শোষণ ও দানবীয়তাকে উৎখাত করে জনগণের সুখ শান্তি কল্যাণসহ তাদের নিরাপদ জীবন বিধান করা। এর জন্যে সমাজ ও রাষ্ট্রের সর্বত্র সৎ প্রাজ্ঞ ও গতিশীল নেতৃত্ব গড়ে তোলা। দেশকে ক্ষুদা ও দারিদ্রমুক্ত করার লক্ষ্যে সরকারী ও বেসরকারী খাতে সৎ উদ্যোক্তাদের নেতৃত্বে শিল্প কলকারখানা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশকে উৎপাদনমুখী করা। বেকার সমস্যার সমাধানসহ সমাজের কর্মাক্ষমদের জীবনধারণের সুব্যবস্থা নিশ্চিত করা। দেশের সর্বগ্রাসী দুর্নীতি দুরাচারিতার অবসান ঘটানো। দুর্নীতিবাজ, লুটেরা, অসৎ রাজনীতিক-আমলা, মজুতদাব, মুনাফাখোর ও চোরাচালানীদের কঠোরহস্তে দমনসহ তাদের অন্যায় পথে লুটকৃত ও দেশে-বিদেশে গচ্ছিত ধনসম্পদ রাষ্ট্রীয় কোষাগারে এনে তা দেশের উন্নয়নে ব্যয় করা। দেশের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, বাণিজ্য ও ধর্মীয় অঙ্গনে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক মানুষদের সম্পৃক্ত করাসহ দেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উজ্জীবীত করা। এসবই হলো বাংলাদেশে বিপ্লবের উদ্দেশ্য ও লক্ষ্য।

সুতরাং ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে নিছক রক্তপাত ও জবরদস্তিপন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে পুরাতন দুর্নীতিবাজ লুটেরা দুর্বৃত্তদের তাড়িয়ে সর্বক্ষেত্রে একই চারিত্রিক ও মানসিকতা নিয়ে ক্ষমতার চেয়ারে বসার নাম বিপ্লব নয় বলে মনে করি।

লেখক : মুক্তিযোদ্ধা, লেখক ও গবেষক।

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test