E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাখির নিরাপদ বাসস্থান তৈরীতে-এবার  রাবিতে সৈয়দপুরের সেতুবন্ধন

২০১৬ নভেম্বর ১৪ ১১:৪৭:২৮
পাখির নিরাপদ বাসস্থান তৈরীতে-এবার  রাবিতে সৈয়দপুরের সেতুবন্ধন

নীলফামারী প্রতিনিধি :‘এসো পাখির বন্ধু হই, সবুজ এ পৃথিবীকে বাঁচাই’ এই শ্লোগানকে সামনে রেখে নিজ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ বাসস্থান তৈরীর লক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাখির পাশে দাঁড়াতে সৈয়দপুরের সেতুবন্ধন।।

রবিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটারিয়ায় শিক্ষার্থীরা বিভিন্ন গাছে গাছে মাটির কলস বেঁধে দেয় ‘সেতুবন্ধন’ সংগঠনের আয়োজনে।

এ কর্মসুচীতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ ইমতিয়াজ, সেতুবন্ধন সংগঠনের সভাপতি পাখি প্রেমিক আলমগীর হোসেন, সেতুবন্ধন রাবি’র আহবায়ক দর্শন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, সমাজবিজ্ঞান বিভাগরে কামরুল ইসলাম, দর্শন বিভাগের রাব্বুল মিয়া, রাজীব, নৃ-বিজ্ঞান বিভাগের শম্পা সরকার,আরবি বিভাগের মাকসুদ, রসায়ন বিভাগের রাশেদ, ভেটিনারি সায়েন্স বিভাগের জহুরুল ইসলাম,আব্দুল কাদের নাহিদ এবং রফিকুল ইসলাম প্রমুখ।





(এমআইএস/এস/নভেম্বর ১৪ ,২০১৬ )

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test