E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিদিনই কবিতা লিখছেন কনক চাঁপা

২০১৪ জুলাই ০৬ ১৩:৫৮:১৪
প্রতিদিনই কবিতা লিখছেন কনক চাঁপা

বিনোদন ডেস্ক : কয়েক সপ্তাহ ধরে প্রতিদিনই দু-একটি করে কবিতা লিখছেন নন্দিত কণ্ঠশিল্পী কনক চাঁপা। মূলত মনের আনন্দে তিনি কাব্য সাধনায় মনোনিবেশ করেছেন। সঙ্গীত চর্চার পাশাপাশি কাব্য চর্চায় নিমগ্ন হয়েছেন তিনি।

তার এই কবিতাগুলো সামাজিক যোগাযোগের অন্যমত মাধ্যম ফেসবুকে প্রকাশ করছেন। সম্প্রতি তিনি তার ফেসবুকে 'ফিরে আসা ফেরারি' এবং 'স্রষ্টার উৎপ্রাস' শিরোনামে দুটি কবিতা প্রকাশ করেন।
কনক চাঁপা তার 'ফিরে আসা ফেরারি' কবিতা এভাবে শুরু করেছেন, 'উল্টে দেখ, পাল্টে গেছে আমার জীবন/দেখে শুনেই ফিরিয়ে দিলাম আমার মরণ।/ সকাল বেলায়ই সন্ধ্যে যখন নামল ঘিরে/ বলব কী আর, মরণ আশেপাশেই ঘোরে।' ২২ লাইনের এ কবিতায় তিনি তার ফেলে আসা দিনগুলোর কথা বর্ণনা করেছেন।
অন্যদিকে 'স্রষ্টার উৎপ্রাস' কবিতায় তিনি মানবজীবনের আধ্যাত্মিকতা ও ধর্মীয় চেতনাবোধটি তুলে ধরেছেন। দীর্ঘ ৫০ লাইনের এ কবিতায় তিনি লিখেছেন, 'ঝলমলে স্বর্গোদ্যান- আমি অদ্রিজা মাত্রই ঘুম/ থেকে জেগেছি। ভানুহীন কিন্তু আলোকিত/ চক্রবুহ্য আমায়- আমার তনুমন, মনন,সব/ উন্মোচন করে দেয়। নিজেকে চাক্ষুস করে লজ্জিত হই নিজেই।/ ঘৃতকাঞ্চনে অনাঘ্রাত যৌবন ঢেকে নেই।'
কাব্য চর্চা প্রসঙ্গে কনক চাঁপা বলেন, শৈশব থেকেই আমার কবিতা প্রীতি রয়েছে। কৈশোরে স্কুলে পড়া অবস্থাতেই মনে যখন যা আসত তা নিয়ে খাতায় কবিতা লিখে ফেলতাম। সেই চর্চাটাই এখন করছি। এখন অবসর পেলেই কবিতা লিখছি।
(ওএস/এএস/জুলাই ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test