E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের নাটক ‘দ্য পেইন্টার’

২০১৪ জুলাই ০৮ ১০:৩৬:৩৯
ঈদের নাটক ‘দ্য পেইন্টার’

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘দ্য পেইন্টার’। মাসুম রেজার রচনা এবং সৈয়দ আওলাদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আবুল হায়াত, তৌকীর আহমেদ, তারিন, মীর সাব্বির, অয়ন চৌধুরী, নোবেল প্রমুখ।

নাটকের গল্পে জনপ্রিয় নাট্যকার-পরিচালক নিসর্গ রশিদের ফোন পেয়ে শায়লা বেশ অবাক। এই নিসর্গ রশিদ এক সময় পাগলের মতো ভালোবাসতো শায়লাকে। সে অবশ্য অনেক দিন আগের কথা। আজকের ফোনটা অবশ্য প্রেমের কারণে নয়, নাটকের কারণে। নিসর্গ রশিদের নতুন নাটক সূর্যমুখী মেয়েতে সূর্যমুখী চরিত্রটির জন্য শায়লাকে প্রয়োজন তার। একজন পেশাদার অভিনেত্রী হিসেবে নাটকের চরিত্র আর স্ক্রিপ্ট পছন্দ হলে নাটকাটিতে অভিনয় করা তার উচিত। তার ওপর নিসর্গ রশিদ একজন গুণী নির্মাতা। তার প্রস্তাব ফিরিয়ে দেয়া মানে, হয়তো বছরের সেরা নাটকটি ফিরিয়ে দেয়া। কিন্তু নিসর্গ রশিদের এক সময়কার ভালোবাসার কথা জানে শায়লার স্বামী আর এক জনপ্রিয় নাট্যকার গোলাম ফারুক।

কি করবে শায়লা? অনেক ভেবে চিন্তে ফারুকের কাছে অনুমতি চায়। নিজেকে উদার মনের মানুষ প্রমাণ করতে গিয়ে বেশ গর্বের সাথে অনুমতি দেয় ফারুক। কিন্তু ভেতরে ভেতরে পুড়তে থাকে ঈর্ষার আগুনে। এই আগুন বাড়তে বাড়তে হানা দিতে শুরু করে শায়লা-ফারুকের দাম্পত্য জীবনে।

একটা নতুন নাটক লিখতে শুরু করে নাট্যকার গোলাম ফারুক। যেখানে একজন পেইন্টার তার সবচেয়ে প্রিয় ছবিটা আঁকতে গিয়ে মানসিক যন্ত্রণায় সাফার করে পেইন্টার তার ভালোবাসার মানুষটিকে যত কাছে পেতে থাকে তত তার ক্যানভাস থেকে মেয়েটার ছবি ফেইড হতে থাকে।

(ওএস/এইচআর/জুলাই ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test