E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদ নাটক নিয়ে ব্যস্ত উর্মিলা

২০১৪ জুলাই ১১ ১১:৪০:০৪
ঈদ নাটক নিয়ে ব্যস্ত উর্মিলা

বিনোদন ডেস্ক : অন্যান্য বছরের ঈদের পূর্ব মুহূর্তের চেয়ে এবারের ঈদের পূর্ব মুহূর্ত ভীষণ ব্যস্ততায় কাটছে লাক্স তারকাভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের। আসছে ঈদ উপলক্ষে এরই মধ্যে অনেক একক নাটকে যেমন অভিনয় করেছেন তেমনি বেশকিছু ঈদ ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন। তবে উর্মিলা সবচেয়ে বেশি প্রত্যাশী তার অভিনীত দুটি নাটক নিয়ে। একটি ‘অপরাহ্ন’ অন্যটি ‘ব্ল্যাক কফি’। দুটি নাটকই রচনা করেছেন রুদ্র মাহফুজ এবং পরিচালনা করেছেন সাখাওয়াত হোসেন মানিক।

এই দুটি নাটক নিয়ে বেশি প্রত্যাশা কেন? জবাবেব উর্মিলা বলেন, ‘আমার ভীষণ প্রিয় দুজন শিল্পী মৌ আপু এবং তারিন আপু। তারিন আপুর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি অপরাহ্ন নাটকে এবং মৌ আপুর সঙ্গে ব্ল্যাক কফিতে। দু’জনের সঙ্গে সমানতালে অভিনয় করে যাওয়াটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। দুজনই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। তাই তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আশা করি দুটি নাটকই দর্শকের ভালো লাগবে।’ এই দুটো নাটকে উর্মিলার সহশিল্পী হিসেবে আরও আছেন পার্থ বড়ুয়া ও অপূর্ব। আসছে ঈদে ‘অপরাহ্ন’ প্রচার হবে এনটিভিতে এবং ‘ব্ল্যাক কফি’ প্রচার হবে মাছরাঙ্গা টেলিভিশনে। দুটি নাটকই প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।

এছাড়া উর্মিলা অভিনীত মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘সম্পর্কের গল্প’ নাটকটি প্রচার হবে এনটিভিতে। এদিকে আসছে উদ উপলক্ষে উর্মিলা অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘নিয়ামত ও তার বিবিগণ’, এজাজ মুন্নার পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক ‘মিশন পসিবল’সহ খণ্ড নাটক তানিম পারভেজের ‘চিরকুট’, রেদওয়ান রনির ‘বিহাইন্ড দ্য ট্রিপ’ নাটকের কাজ শেষ করেছেন। এছাড়া পল্লব বিশ্বাসের ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকসহ বি ইউ শুভর তিনটি খণ্ড নাটকের শুটিং শেষ করবেন ঈদের আগেই। তবে সব কাজই উর্মিলার গুছিয়ে শেষ করা হতো। কিন্তু তার খুব প্রিয় বান্ধবী নাজিয়া স্কয়ার হাসপাতালে অসুস্থাবস্থায় আছেন বিধায় কাজ শেষে সেখানেও সময় দেয়ার চেষ্টা করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় উর্মিলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালীন সময়ে তিনি ছাত্রলীগের সেক্রেটারি এবং আওয়ামী আইনি ছাত্র পরিষদের জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতি করার চিন্তা করছেন।

(ওএস/এইচআর/জুলাই ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test