E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টালিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা

২০১৪ জুলাই ১১ ১৩:১০:৪২
টালিউড তারকাদের শিক্ষাগত যোগ্যতা

বিনোদন ডেস্ক : চিত্র-তারকাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে দর্শক-ভক্তদের কৌতুহলের শেষ নেই। তাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা তথা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে দাম্পত্য জীবন সম্পর্কে জানার আগ্রহ নেই- এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর।

এখানে কলকাতার বাংলা সিনেমার কয়েকজন নায়ক-নায়িকতার শিক্ষাগত যোগ্যতার খতিয়ার তুলে ধরা হলো।

চলচ্চিত্র জগতে এরা একেকজন তাঁদের জায়গায় সেরা। গান, নাচ, অভিনয় এমন কি অ্যাকশন দৃশ্যেও এই তারকারা নন্দিত। এঁদের সম্পর্কে খুটিনাটিই কমবেশি আমরা সবাই জানি। কিন্তু বাস্তব জীবনে লেখাপড়ায় এরা কেমন ছিলেন? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে।

দেব


শিক্ষাগত যোগ্যতা:কম্পিউটার সাইন্সে স্নাতকোত্তর। তবে স্কুলজীবনে অষ্টম শ্রেণীতে ভূগোলে ফেল।

স্বীকারোক্তি: পুরো স্কুলের সময়টায় ভূগোলে আমার অ্যালার্জি ছিল। ভূগোলের প্রতিটি পরীক্ষার আগে আমি সকালবেলা অসুস্থতার ভান ধরতাম। কয়েকদিন ধরে জ্বর, পেটব্যথা দেখাতাম। একবার ক্লাস এইটে আমি ভূগোল পরীক্ষায় একশতে পঁচিশ পাই। যে শিক্ষক বিষয়টি পড়াতেন, তিনি তো আমার ওপর রেগে আগুন। মানচিত্র আঁকার সময়, এক জায়গায় অনেকগুলো ডট দিয়ে দিতাম। তারমধ্যে হয়তো একটা ঠিক হতো।

একবার তো স্যার আমাকে রাগের সঙ্গে বললেন, পুরো শিটটা খেয়ে ফেলো। যেন ভূগোল তোমার পেটের মধ্যে ভালো করে ঢুকে। পরের বছর অবশ্য আর খারাপ হয়নি। স্যারের সঙ্গে দেখা করতে গেলে তিনি নিজেই বললেন, ভূগোলে আমি কতো দুর্বল ছিলাম। তাঁর কথাগুলোর মধ্যে মূল কথা ছিল- দেব, কাশ্মির কোথায় অবস্থিত?

শ্রাবন্তী


শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক। ষষ্ঠ-১০ম শেণী পর্যন্ত গণিতে ফেল।

স্বীকারোক্তি: মা সরস্বতী কোনো অঙ্ক পরীক্ষাতেই আমাকে আশির্বাদ করেননি। প্রতি সরস্বতী পূজায় আমি তাঁর মুখোমুখি হয়ে অংকে আমার রেজাল্ট ভালো করে দেয়ার জন্য বলতাম। এ বিষয়টাতে আমার রেজাল্ট কখনোই গড়ে বিশের বেশি হতো না। ক্লাস ফোরের ম্যাথ স্যার খুব কড়া ছিলেন। একশতে পনের পেয়েছিলাম। তবে মাধ্যমিকে গিয়ে আমি অংকে হাফ সেঞ্চুরি নাম্বার পেয়েছিলাম। সেটা কীভাবে হয়েছে তা অবশ্য বলবো না।

স্বস্তিকা মুখার্জি


শিক্ষাগত যোগ্যতা: ইতিহাসে স্নাতক। ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত গণিতে ফেল।

স্বীকারোক্তি: ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত গণিতে ফেল করতাম। তারপর থেকে এ নিয়ে অধ্যবসায় শুরু করি। আমার মনে আছে, প্রি-টেস্ট পরীক্ষায় গণিতে ১.৫ মার্ক পেয়েছিলাম। স্যার আমার দিকে উত্তরপত্র ছুড়ে দিয়ে বলেছিলেন, নেক্সট পরীক্ষায় ডাবল পাওয়ার চেষ্টা করো। টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়ার পর দেখা গেল কাকতালীয়ভাবে আমি একশতে তিন নম্বর পেয়েছি। তবে ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) পরীক্ষায় আমি একশতে ৬৪ নম্বর পেয়েছিলাম। এর আগে আমি কখনো পঁচিশের বেশি পাইনি। অংক কষা আমার কাছে এভারেস্টে চূড়ার চেয়ে কম কষ্টের মনে হতো না।

রুদ্রনীল ঘোষ


শিক্ষাগত যোগ্যতা: উদ্ভিদ বিজ্ঞানে বিএসসি। ক্লাস এইটে গণিতে ফেল।

স্বীকারোক্তি: আমার এখনো মনে আছে, ক্লাস এইটে গণিতে ফেলের মার্কশিট নিয়ে বাড়ি ফিরলাম, আমার স্কুল শিক্ষক বাবা বললেন- জঘন্য, পরিচয় দিস না। আমাকে বললেন রিকশা চালক হও। আমি ভাবলাম, তাঁকে জিজ্ঞেস করি তিনি ক্লাস এইটে কতো পেয়েছিলেন। কিন্তু পারিনি। একটি বিষয়ের নাম বললে নির্দিষ্ট একটা ছবি মাথায় ভাসে। কিন্তু আমি বুঝতে পারি না ৩ এর সঙ্গে ২ গুণ করলে কীভাবে ৬ হয়!

(ওএস/এটিআর/জুলাই ১১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test