E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিল্পকলায় আজ সেলিম আল দীনের ‘হরগজ’

২০১৪ জুলাই ১২ ১১:৪৭:২৬
শিল্পকলায় আজ সেলিম আল দীনের ‘হরগজ’

স্টাফ রিপোর্টার : নাট্যাচার্য সেলিম আল দীনের নাটক ‘হরগজ’ মঞ্চায়িত হবে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। স্বপ্নদল প্রযোজিত এ নাটকটির মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

জাহিদ রিপন জানান, ১৯৮৯-এ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপঝেলার হরগজ-এ সংঘটিত প্রলয়ঙ্করী টর্নেডোর অভিজ্ঞতা নিয়ে ১৯৯২-এ সেলিম আল দীন ‘হরগজ’ রচনা করেন। প্রায়-আণবিক বিস্ফোরণতুল্য সে ঝড়ের পরে প্রথম-উদ্ধারকারী দলের সেখানে গমন এবং আকৃতির জগৎ থেকে তাদের হঠাৎ নিরাকৃতির জগতে উপস্থিত হওয়ার প্রতিক্রিয়া ও পরিণতি নিয়েই নাটকটি আবর্তিত।

কাব্যিক এ প্রযোজনায় শেষাবধি হরগজ যেন তাদের সামনে রূপান্তরিত হয় বিশ্বব্যাপী ভাঙা মানবভুবনের রূপক-রূপে!

‘হরগজ’ নাটকে ত্রাণদল-প্রধান আবিদের মাধ্যমে এক নব্যকালের যিশুখ্রিস্টকে দৃশ্যমান করেছেন, যে ত্রাণদাতারূপে উপস্থিত হয়ে দুর্গত-মানুষের প্রতি সহমর্মিতায় হাজির। কিন্তু সময়ের ব্যবধানে নিজেই যেন আর্তে পরিণত হন।

প্রযোজনাটির আলোক-পরিকল্পনা করেছেন ঠাণ্ডা রায়হান, মঞ্চ-পরিকল্পনা করেছেন ফজলে রাব্বি সুকর্ণ ও আল-আমিন এবং প্রযোজনা-ব্যবস্থাপনায় শিশির সিকদার।

(ওএস/এইচআর/জুলাই ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test