E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলচ্চিত্রের নতুন জুটি জয় ও মৌসুমী

২০১৪ জুলাই ১৩ ১০:৫৪:৩৯
চলচ্চিত্রের নতুন জুটি জয় ও মৌসুমী

বিনোদন ডেস্ক : ছোটপর্দায় অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়াতে মৌসুমী নাগের সম্পৃক্ততা ঘটলেও সবসময়েই তার স্বপ্ন ছিল বড় পর্দায় কাজ করার। বেশ কয়েক বছর নাটকে অভিনয় করে নিজেকে একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে গড়ে তোলার পর গত বছর থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় চলতি বছরে নতুন আরেকটি ছবির কাজ শুরু করেছেন মৌসুমী নাগ। ছবির নাম ‘প্রার্থনা’। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য, গীত রচনার পাশাপাশি ছবিটি পরিচালনাও করছেন জনপ্রিয় নাট্যাভিনেতা ও নাট্যনির্দেশক শাহরিয়ার নাজিম

পরিচালক জয় জানান, এটি একটি শিশুতোষ চলচ্চিত্র। এই চলচ্চিত্রেই জুটি হয়ে অভিনয় করছেন জয় ও মৌসুমী নাগ। এর আগে অনেক নাটকে জয়ের নির্দেশনায় মৌসুমী নাগ কাজ করেছেন। তবে চলচ্চিত্র নির্মাণ যেমন জয়ের এটা প্রথম, ঠিক তেমনি জয়ের নির্দেশনায় চলচ্চিত্রে কাজ করাটাও মৌসুমী নাগের প্রথম। জয়ের প্রথম ছবিতে মৌসুমী নাগকে নেয়া প্রসঙ্গে জয় বলেন, ‘এর আগে আমার নির্দেশনায় মৌসুমী বেশ কিছু নাটকে কাজ করেছেন। একজন শিল্পী হিসেবে তিনি ভীষণ কো-অপারেটিভ। একটি ইউনিটকে যতভাবে সহযোগিতা করা যায় তা তিনি করেন। পাশাপাশি একজন অভিনেত্রী হিসেবে তার তুলনা তিনি নিজেই। এই দুটি দিক বিবেচনা করেই মৌসুমীকে আমার ছবিতে নেয়া। চেষ্টা করছি একটি ভালো চলচ্চিত্র নির্মাণের। আশাকরি দর্শকের ভালো লাগবে।’

মৌসুমী বলেন, ‘অনেক আন্তরিকতা নিয়ে ছবিটির কাজ করছি। বলা যায় এটি আমার স্বপ্নের একটি চলচ্চিত্র। তাই কাজটি যাতে ভালো হয় সেদিক বিবেচনা করে আমি যথেষ্ট শ্রম যেমন দিচ্ছি ঠিক তেমনি সহযোগিতাও করছি।’ বর্তমানে রাজধানীর উত্তরাতে চলচ্চিত্রটির শুটিং চলছে। এটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলফিল্ম। জয় জানান, চলতি বছরেই তার চলচ্চিত্রটি মুক্তি দেবার ইচ্ছে রয়েছে। জয় অভিনীত চলচ্চিত্রগুলো হচ্ছে ‘জীবনের গল্প’, ‘গ্রামগঞ্জের পীরিতি’ ‘পাষাণের প্রেম’ ও ‘এই যে দুনিয়া’। অন্যদিকে মৌসুমী অভিনীত প্রথম চলচ্চিত্র বিপ্লব হায়দারের ‘ফিল মাই লাভ’। এরপর তিনি তন্ময় তানসেনের ‘রান আউট’ ছবিতে অভিনয় করেছেন। আসছে ঈদে জয় নির্দেশিত তিনটি নাটক ‘ভাই কইছে’, ‘ভেজা প্রেম’ ও ‘স্বর্গ খেলনা’ তিনটি ভিন্ন চ্যানেলে প্রচার হবে।

(ওএস/এইচআর/জুলাই ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test