E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহানায়ক সম্মান পেলেন দেব, মহানায়িকা মৌসুমী চ্যাটার্জি

২০১৪ জুলাই ২৫ ১৫:১৪:৫৫
মহানায়ক সম্মান পেলেন দেব, মহানায়িকা মৌসুমী চ্যাটার্জি

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি দিল রাজ্য সরকার। নজরুল মঞ্চে মহানায়িকা পুরস্কার পেলেন মৌসুমী চ্যাটার্জি। অভিনেতা দেবের হাতে উঠল মহানায়কের পুরস্কার। কলাকুশলীদের জন্য চালু হল মেডিক্লেম। তবে সবকিছুর পরেও রয়ে গেল  প্রশ্ন। পুরস্কারের মানদণ্ড কী?

উত্তম কুমারের প্রয়াণ দিবসে রাজ্য সরকারের সম্মাননা। মহানায়িকা সম্মান পেলেন মৌসুমী চ্যাটার্জি। আর মহানায়ক নামাঙ্কিত পুরস্কার উঠল অভিনেতা দেবের হাতে। সঙ্গীতে অবদানের জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান পেলেন কুমার শানু।

অভিনয়ে লাইফটাইম অ্যাচিভমেন্ট পেলেন মুনমুন সেন, চিরঞ্জিত চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তী, দেবশ্রী রায় এবং মমতা শঙ্কর। বিশেষ পুরস্কারের তালিকাটি বেশ লম্বা। রয়েছেন, আবির চট্টোপাধ্যায়, হিরণ, ইন্দ্রনীল সেনগুপ্ত, খরাজ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা, পাওলি দাম, নুসরত জাহান, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ,ঋত্বিক চক্রবর্তী এবং আরও অনেকে। চলচ্চিত্র জগতেরই একাংশের অভিযোগ, এটা প্রতিভার স্বীকৃতি নয়, আনুগত্যের ইনাম।

বিরোধীদের অভিযোগ, ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে যাঁরা ভিড় করেছিলেন, চব্বিশে জুলাই তাঁরাই আলো করে আছেন নজরুল মঞ্চ। উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে অরিন্দম শীলের নাম। শিবির বদল করাতেই কি ইনাম জুটল একদা বামপন্থীর কপালে?

প্রতিভার স্বীকৃতি না আনুগত্যের পুরস্কার? পশ্চিমবঙ্গের মহানায়ক ও মহানায়িকা সম্মান নিয়ে উঠল প্রশ্ন। উত্তমকুমারের প্রয়াণ দিবসে আজ নজরুল মঞ্চে এই সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়ক পুরস্কার পেয়েছেন অভিনেতা দেব। মহানায়িকা পুরস্কার পেলেন, অভিনেতা মৌসুমী চ্যাটার্জি। লাইফস্টাইল অ্যাচিভমেন্ট পেলেন চিরঞ্জিত চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, মমতা শঙ্কর, দেবশ্রী রায় এবং মুনমুন সেন। সঙ্গীতে লাইফটাইম অ্যাচিভমেন্ট পেলেন কুমার শানু। এছাড়াও বিশেষ কৃতিত্বের স্বীকৃতি পাচ্ছেন একাধিক কলাকুশলী। তাঁদের অধিকাংশকেই দেখা গেছে ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশে।

পুরস্কার যেই পান, মহানায়কের নামের গরিমা যেন ক্ষুণ্ণ না হয়।পুরস্কার বিতর্কে বললেন অভিনেতা বাদশা মৈত্র।

মুক্তোর হার কার দিকে ছুঁড়ে দেবেন তার বিচার করবেন রাজা নিজেই। মহানায়ক পুরস্কার বিতর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিনেত্রী পাপিয়া অধিকারীর।

কে পুরস্কার পাবেন আর কে পাবেন না তা স্থির করেছে পরিচালক মণ্ডলী। এ নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। বলেছেন বিশেষ পুরস্কার প্রাপক রুদ্রনীল ঘোষ। সূত্র : ২৪ ঘণ্টা

(ওএস/এটিআর/জুলাই ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test