E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোন তারকা কোথায় ঈদ করছেন?

২০১৪ জুলাই ২৯ ১১:০৮:১৫
কোন তারকা কোথায় ঈদ করছেন?

বিনোদন ডেস্ক : ঈদের আমেজ ছড়িয়ে পড়েছে সবখানে। শোবিজ অঙ্গনেও লেগেছে ঈদের ছোঁয়া। টিভি চ্যানেলগুলো ঈদ উপলক্ষে সাজিয়েছে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান। শোবিজ তারকাদের কেউ কেউ আত্মার টানে ছুটে গেছেন নিজের শহর কিংবা গ্রামে। আবার অনেক তারকা রাজধানী ঢাকাতেই থাকছেন।

মাহিয়া মাহি
এরই মধ্যে ঈদ করতে রাজশাহী চলে এসেছি। হাতে অনেক কাজ থাকলেও গ্রামে আসার সুযোগটা মিস করতে চাইনি। ছুটি মিলেছে সব মিলিয়ে চার দিন। এই সময়টা পরিবারের সবার সঙ্গে কাটাবো। পরিবারের সঙ্গে ঈদ কাটানোর মজাই আলাদা। আশা করছি ঈদটা দারুণ কাটবে।

সজল
এবারের ঈদ কাটাব ঢাকায়। চাঁদরাত পর্যন্ত নাটকের শুটিং থাকবে, তাই ঈদের দিনটিও কাটাতে হবে ক্লান্তি নিয়ে। সকালে ঘুম থেকে উঠে নতুন পাঞ্জাবি পরে নামাজে যাবো। ওখান থেকে ফিরে দুই ঘণ্টা ঘুমাব। বিকালে উঠে বন্ধুদের সঙ্গে আড্ডায় যোগ দেবো। ওই আড্ডা শেষ হবে গভীর রাতে। বাসায় ফিরে টিভির সামনে বসব ঈদ অনুষ্ঠান দেখার জন্য।

রোকেয়া প্রাচী
আমার ঈদ তো ঢাকাতেই কাটে। এবারের ঈদেও থাকছি ঢাকায়। সন্তান আর বন্ধুদের সঙ্গে উদযাপন করবো ঈদের আনন্দ। বেশ কিছু দাওয়াত আছে। আর পরিবারের সঙ্গেও কিছু পরিকল্পনা আছে। ঈদের দিনটা ব্যস্ততার মধ্যেই কাটবে।

দিলরুবা খান
ঈদের দিনটা নিয়ে তেমন কোন পরিকল্পনা নেই। অনেকেই আমার বাসায় আসবেন। আমিও যাবো অনেকর বাসায়। সকালটা তো বাসায় থাকবো। বিকেলে হয়তো বের হবো।

ফাহমিদা নবী
ঈদ ঢাকাতেই করছি। ঈদের দিন বাসাতেই থাকি। রান্না-বান্না করি, বন্ধুদের সাথে আড্ডা দিই। ৩০ তারিখে এশিয়ান টিভিতে নচিকেতার সাথে লাইভ কনসার্ট আছে।

জাহিদ হাসান
প্রতিবারের মতোই এবারও ঈদ করছি সিরাজগঞ্জে। প্রতিবছরই শত ব্যস্ততার মধ্যেও রোযার ঈদটা সিরাজগঞ্জে করতে চাই। সেখানে আমার অনেক ভালো লাগার স্মৃতি আছে। সিরাজগঞ্জে গেলে যেনো আমি প্রাণ ফিরে পায়।

নুশরাত ইমরোজ তিশা
ছোটবেলায় ঈদের সময় অনেক ঘুরতাম। কিন্তু এখন আর সেভাবে ঘোরা হয় না। আসলে পারি না। আমার কাজের চাপ তো আছেই, ফারুকীরও একই অবস্থা। একসঙ্গে দুজনের অবসর খুব কমই মেলে। বিয়ের আগে একভাবে ঈদ করতাম, এখন অন্যভাবে করি। আগে ছিলাম মায়ের মেয়ে, এখন বাড়ির বউ। দায়িত্বও তাই একটু বেশি। এবারের ঈদটা ঢাকাতেই করব। ঈদের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে যাব। আম্মার সঙ্গেও দেখা করব। আড্ডা হবে, খাওয়া-দাওয়া হবে। তবে ঈদের পরপরই আবার শুটিং শুরু হয়ে যাবে। তাই অবসর খুব বেশি মিলছে না।

সন্দিপন
প্রথমবারের মতো ঈদের দিনে বাম্বা কনসার্ট হতে যাচ্ছে। সেটা নিয়ে সারাদিন ব্যস্ত থাকবো। বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবো। ঈদের দিন বন্ধুদের বাড়িতে যাওয়া উপভোগ করি।

আনিসুর রহমান মিলন
আমার ঈদ তো ঢাকাতেই কাটে। এখন আর আগের মতো ঈদের আনন্দটা হয় না। তবে ঈদে বাচ্চাদের আনন্দটা দারুণ উপভোগ করি। ঈদের দিন বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, আত্মীয়স্বজনের বাসায় যাবো। আর মজা করে খাবো।

শাহেদ আলী ও দীপা খন্দকার
ঈদ নিয়ে তেমন কোন পরিকল্পনা নেই। আসলে আনন্দ তো পরিকল্পনা করে হয় না। সকালটা বাসায় থাকবো। বাচ্চাদের সঙ্গে সময় কাটাবো। আর কাছের কিছু মানুষের দাওয়াত খেতে যেতে হবে। অনেকে আবার আমাদের বাসায়ও আসবে।

স্বাগতা
ঈদ করছি কাতারে। সেখানে বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে ঈদের দিন সময় কাটাবো। শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করে এবং আমাদের দেশের উন্নতিতে অনেক অবদান রাখে। তাই তাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে চাই।

জাকিয়া বারী মম
ঈদে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক স্মৃতি জমে আছে। এবারের ঈদটা ঢাকাতেই করছি। ছোটবেলায় প্রতি ঈদেই নানাবাড়ি বেড়াতে যেতাম। এবার সেটা হচ্ছে না। ঈদের পরদিন থেকেই আবার কাজ। ইচ্ছে থাকলেও তাই কোথাও যাওয়া হচ্ছে না।

তাহসান
এবারের ঈদটা বেশ স্মরণীয় আমার জন্য। গানের মানুষ আমি। চার বছর পর আমার অ্যালবাম প্রকাশ পেয়েছে এই ঈদে। এটা একটা বিশেষ ব্যাপার। এছাড়া ঈদে আমার চারটা নাটক প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে।আরেকটা গুরুত্বপূর্ণ কারণে এই ঈদটা একটু আলাদা। আমার মেয়ে। মেয়ের জন্য জামা কেনা, অন্যরকম একটা অনুভূতি। আগে বাবা-মাকে আবদার করতাম। এখন মেয়ের জন্যই বেশি চিন্তা করছি। মেয়ে তো এখনই আবদার করতে পারছে না। অপেক্ষা করছি- কবে মেয়ে বড় হবে, কবে তার আবদার শুনব।

মেহজাবিন
ঢাকাতেই ঈদ করবো। বন্ধুদের সঙ্গে বিকালে বেড়াতে যাবো। আমার ঈদ আনন্দ ঢাকার ফাঁকা রাস্তা। বন্ধুবান্ধব নিয়ে লংড্রাইভে বের হবো। অবসর বা ছুটিতে লংড্রাইভে যাওয়ার ইচ্ছে সব সময় জাগে মনে। কিন্তু ঢাকার যে জ্যাম তাতে এই ইচ্ছেটা মনের মধ্যে সুপ্ত বাসনা হিসেবেই রেখে দিতে হয়। ঈদের মধ্যে তা বাস্তবায়ন করার সুযোগ পাওয়া যায়।

কর্ণিয়া
ঈদে তো ঢাকায় থাকছি। এখন পর্যন্ত কোন পরিকল্পনা নাই। তবে খুবই ব্যস্ত থাকতে হবে। অনেক বন্ধুর সঙ্গে আড্ডা আর আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যাওয়া সব মিলিয়ে দারুন কাটবে ঈদের দিনটা।

ঝিলিক
ঈদ নানুর বাসায় রংপুরে করছি। ঈদের ২য় ৪র্থ এবং ৫ম দিন রংপুরে স্টেজ কনসার্ট আছে। ঈদে মিক্সড অ্যালবাম আকাশ ছুঁয়ে, তোকে ছাড়া, কিছু ভালোবাসা বাজারে আসছে।

বেলাল খান
ঈদ ঢাকাতেই করছি। দেশের বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে অনিবার্য কারণে যাওয়া হচ্ছে না। পরিবারের সঙ্গে ঈদের প্রথম দুই দিন কাটাবো। ৩য় দিন থেকে আবার প্রোগ্রাম আছে।

ইশানা
ঈদ ঢাকাতেই করছি। ঈদের দিন পরিবারের সদস্যদের সাথে কাটাবো। ঈদের দিন এবার প্রথমবারের মতো শাড়ি পরছি।

হাসিন রওশন
এখন থেকেই ঈদের আমেজ পাচ্ছি। পরিবারের সবাইকে ঈদের কেনাকাটা করে দিচ্ছি। ঈদ করছি বাবার বাড়ি রাজশাহীতে। ঈদে বাংলাভিশনে টাপুর টুপুর অপেরা ( মোসাররফ করিমের সাথে), আর টিভিতে রোদ্দুরে ঘাসফুল(মোসাররফ করিম), বিটিভিতে সকল দুয়ার খোলা(জাহিদ হাসান), চ্যানেল আই তে আমি ঘুম হতে চাইনা(জাহিদ হাসান) ইত্যাদি নাটক থাকছে।

প্রসূন আজাদ
ঈদ ঢাকাতেই করছি। প্রত্যেকবার ময়মনসিংহ যাওয়া হয় এবার হচ্ছে না। ঈদ নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই।

পুতুল
ঈদ ঢাকাতেই করছি। বড় বোন ভাগ্নিরা এসেছে দেশের বাইরে থেকে তাদের সাথে সময় কাটাবো। ঈদের ১ সপ্তাহ পর বাম্মনবারিয়া যাব। ঈদের পর ৪ তারিখে আর টিভিতে লাইভ কনসার্ট আছে। এছাড়া এন টিভি সহ অন্যান্য চ্যানেলে ঈদের অনুষ্ঠান আছে।

রুমানা মালিক মুনমুন
ঈদ ঢাকাতেই করছি। আসলে কাজের ব্যস্ততার জন্য পরিবারকে সময় দেয়া হয়না এবার পরিবার নিয়ে সময় কাটাতে চাই। তাদের সাথে মজা করে ঈদ পালন করতে চাই।

(ওএস/এটিআরর/জুলাই ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test