E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীগঞ্জের দিনারপুরে দর্শক মাতালেন লায়লা-আশিক

 

২০২০ ফেব্রুয়ারি ২৪ ১৫:৫৩:৩৯
নবীগঞ্জের দিনারপুরে দর্শক মাতালেন লায়লা-আশিক
 

মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ : নবীগঞ্জ মাতিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ক্লোজআপ ওয়ান-১২ এর সেরা তারকা সুলতানা ইয়াসমিন লায়লা ও ফোক গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক ।

রবিবার রাতে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজের মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো দর্শককে সুরের মূর্ছনায় বিমোহিত করেন তারা।

নাটোরের মেয়ে লায়লা নেট দুনিয়ায় ভাইরাল হওয়া গান ময়মনসিংহ গীতিকার 'সখি গো আমার মন ভালো না', রাধারমণ দত্তের ‘কলঙ্কীনি রাধা’, আব্দুল করিমের ‘বন্ধু দয়াময়’ নবীগঞ্জের গীতিকার প্রবাসী কুতুব আফতাবের লেখা গান ‘বন্ধুর দেওয়ানা’, এছাড়াও 'আকাশের যত তারা', 'কি সুন্দর এক গানের পাখি' সহ বেশ কয়েকটি গান পরিবেশন করে মাতিয়ে তুলেন দর্শকদের। সব শেষে লায়লা 'মা' জননীকে নিয়ে একটি গান পরিবেশেন করেন।

পরে গান পরিবেশন করেন হবিগঞ্জের কৃতি সন্তান বাউল জগতের পরিচিত মুখ ফোক গানের শিল্পী সৈয়দ আশিকুর রহমান আশিক । আব্দুল করিমের 'হেলায় হেলায় কার্য নষ্ট', 'মাটির পিঞ্জিরায় সোনােময়না', জীবন দেওয়ানের 'ভালোবাসার ময়না পাখি এখন জানি কার’ 'চুমকি চলেছে একা পথে' নিজামউদ্দিন আওলিয়া' সহ বেশ কয়েকটি গান গেয়ে সংগীত পিপাসু দর্শকদের মন কেড়ে নিতে সক্ষম হয়। এদিকে জনপ্রিয় শিল্পী লায়লা ও আশিক ইতিমধ্যে দেশ বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রায়ই তাদের বিভিন্ন টিভি চ্যালেনেরর অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে দেখা যায়। সংঙ্গীত পরিবেশন করেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে।

দিনারপুর কলেজ কর্তৃক আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই আনন্দ নিকেতনের শিক্ষার্থীরা নিত্য পরিবেশন করেন। শেষে নোঙর ব্যান্ডের শিল্পীরা সংঙ্গীত পরিবেশন করেন। দর্শক-শ্রোতাসহ যারা অনুষ্ঠান সফল করতে সহযোগীতা করেছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজন কমিটি।

(এম/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test