E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উর্মিলাকে ‘পর্নো অভিনেত্রী’ বললেন কঙ্গনা

২০২০ সেপ্টেম্বর ১৮ ১৩:২১:৪৫
উর্মিলাকে ‘পর্নো অভিনেত্রী’ বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক : বিতর্কিত মন্তব্য করে সবসময় আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রায় প্রতিদিনই তিনি কাউকে না খোঁচা মারছেন। যাকে ইচ্ছা কথা দিয়ে আক্রমণ করছেন। আক্রমণের জন্য বিশেষ করে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটাকে তিনি বেশ মজবুত ইস্যু হিসেবে নিয়েছেন। এবার তার আক্রমণের শিকার হলেন বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর।

বলিউডে মাদক সেবন নিয়ে সম্প্রতি কঙ্গনার বক্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছিলেন উর্মিলা। তিনি বলেছিলেন, ‘কঙ্গনার রাজ্য হিমাচল মাদকের আখড়া। তার উচিত আগে সেই সমস্যার সমাধান করা। যে অভিনেত্রী সাধারণ মানুষের করের টাকায় ওয়াই ক্যাটেগরির সুরক্ষা নিয়ে চলাফেরা করছেন, তিনি কেন পুলিশকে তার রাজ্যের ড্রাগ র্যাকেটের খবর দিতে পারছেন না?’

এ মন্তব্যের জবাবে কঙ্গনা বলেছেন, ‘উর্মিলাকে কি কেউ তার অভিনয় দক্ষতার জন্য চেনেন? চেনেন না। তাহলে উনি কেন বিখ্যাত? উনি বিখ্যাত সফট পর্নে অভিনয় করার জন্য।’

উল্লেখ্য, এখন দল ছেড়ে দিলেও উর্মিলা গত লোকসভা ভোটের সময় কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন। তিনি মুম্বাই-উত্তর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়াইও করেছিলেন। কিন্তু হেরে যান। পক্ষান্তরে কঙ্গনা ‘বিজেপি-ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। ফলে উর্মিলার কঙ্গনাকে আক্রমণের পেছনে রাজনীতি যুক্ত থাকতে পারে।

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই কঙ্গনা বলিউডের বড় অংশে মাদক সেবন নিয়ে সরব। এ বিষয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে। এর মধ্যেই কঙ্গনার বক্তব্যের কড়া সমালোচনা করেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন।

তিনি বলিউড অভিনেতাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ উড়িয়ে দেন। দ্রুত জয়ার পাশে দাঁড়ান তাপসী পান্নু, স্বরা ভাস্করের মতো বলিউডের কঙ্গনা-বিরোধীরা। কঙ্গনাও পাল্টা বিবৃতি দেন। এর মধ্যে প্রকাশ্যে আসে উর্মিলার বক্তব্য।

এক সাক্ষাৎকারে উর্মিলা কঙ্গনাকে আক্রমণ করেন তার রাজ্য হিমাচলের মাদক সংশ্লিষ্টনা নিয়ে। তিনি বলেন, ‘শাসকদলের থেকে ভোটের টিকিট পাওয়ার জন্যই বলিউডের ভাবমূর্তি নষ্ট করছেন কঙ্গনা।’

এর জবাবে কঙ্গনা বলেছেন, ‘চাইলে খুব সহজেই তিনি বিজেপির টিকিট পেতে পারেন। তার জন্য তাকে এতকিছু করতে হবে না। উর্মিলা টিকিট পেতে পারলে আমি পেতে পারি না?’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test