E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

কোটিপতি হয়ে রেকর্ড গড়লেন অপূর্ব-মেহজাবীন

২০২০ অক্টোবর ১৯ ১৭:০৯:৪৯
কোটিপতি হয়ে রেকর্ড গড়লেন অপূর্ব-মেহজাবীন

বিনোদন ডেস্ক : এই সময়ের দর্শকদের কাছে নাটক দেখার প্রধান মাধ্যম ইউটিউব। সেখানে অসংখ্য নাটকের ভিড়ে রেকর্ড গড়লো সিএমভি প্রযোজিত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’। নাটকটি প্রকাশের মাত্র ৭৩ দিনের মধ্যেই এটি কোটি দর্শকের দেখা পেয়েছে।

বাংলাদেশের নাটক ইতিহাসে সবচেয়ে দ্রুত সময়ে এ বিস্ময়কর ভিউ গড়ার তালিকায় নাটকটি স্থান করে নিয়েছে দ্বিতীয় অবস্থানে। রাজীব আহমেদের চিত্রনাট্য ও রুবেল হাসানের পরিচালনায় এ নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেন টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

দ্রুততম ১০ মিলিয়ন ভিউয়ের তালিকায় প্রথম স্থানে আছে একই জুটি অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ (২০১৭) নাটকটি। এটি ৩৪ দিনে এক কোটি ভিউ অতিক্রম করে।

‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নির্মাতা রুবেল হাসান অবশ্য এ বিষয়ে বেশ বিনয়ী। তার ভাষ্য, ‘এতোটা পাবো কল্পনাও করিনি। আমরা চেয়েছি মজার ছলে দর্শকদের একটা ভালো বার্তা দিতে। সেটিকে দর্শকরা গ্রহণ করায় আরও ভালো কাজের জন্য উৎসাহ পেলাম।’

নির্মাতা বলেন, ‘অপূর্ব ভাই, মেহজাবীন আপু, প্রযোজক পাপ্পু ভাই, ডিওপি কামরুল ইসলাম শুভ থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রতিটি মানুষের সঠিক অংশগ্রহণের কারণেই এমন সফলতা এলো। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই অর্জন সবার।’

অপূর্ব বললেন, ‘আমরা যে রাত-দিন টানা পরিশ্রম করে কাজগুলো করি, সেটার মূল উদ্দেশ্য দর্শকদের ভালোবাসা পাওয়ার আশা। তাদের প্রতিটি ভিউ আর কমেন্ট- আমাদের কাছে হার্টবিটের মতো। সে অবস্থান থেকে এই নাটকটির এমন সফলতা খুব শান্তি দেয়। ক্লান্তি দূর করে। নতুন নতুন কাজ করার আগ্রহ পাই।’

এদিকে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’ নাটকের প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু এমন অর্জনে বেশ উৎসাহিত। তার ভাষ্যে, ‘গানের সঙ্গে আমাদের বসবাস দীর্ঘ দিনের। যেখানে কোটি ভিউয়ের স্বাদ অনেকবার নিয়েছি। তবে নাটক প্রযোজনায় এক বছরও হয়নি সিএমভি’র। সেই অবস্থায় মাত্র ৭৩ দিনে নাটক থেকে এই অর্জন অবিশ্বাস্য। আমি কৃতজ্ঞতা জানাই নাটকটির সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি। ধন্যবাদ জানাই দর্শকদের। তারাই আমাদের মূল চালিকা শক্তি।’

ইউটিউবের ভিউ বিচারে দ্রুততম সময়ে ১০ মিলিয়ন বা এক কোটির ঘর অতিক্রম করা ১০ নাটকের তালিকাটি এমন- বড় ছেলে- ৩৪ দিন, মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ- ৭৩ দিন, ভালোবাসি তুমি আমি- ১৩০ দিন, জমজ ১০- ১৫৯ দিন, এক্স বয়ফ্রেন্ড- ১৭২ দিন, মিশন বরিশাল- ২০৪ দিন, টম এন্ড জেরী- ২১৫ দিন, বুকের বা পাশে- ২৭৪ দিন, এক্স গার্লফ্রেন্ড- ৩০১ দিন এবং জমজ ১২- ৩২১ দিন।

(ওএস/এসপি/অক্টোবর ১৯, ২০২০)

পাঠকের মতামত:

০১ ডিসেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test