E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

শিরোনাম:

বেলুনের মতো ফুলে গেছেন প্রিয়াঙ্কা!

২০২১ ফেব্রুয়ারি ২৫ ১৫:৩৯:৩২
বেলুনের মতো ফুলে গেছেন প্রিয়াঙ্কা!

বিনোদন ডেস্ক : খুবই মজার কাণ্ড! কখনো গাড়ির হর্ন, কখনো বা প্যারাসুট কখনো চকলেটবোম হয়ে ঘুরে বেড়াচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নেট দুনিয়ায় এমন প্রিয়াঙ্কারই দেখা মিলছে, যা নিয়ে হাসাহাসি চলছে প্রচুর।

এর আগে নানা আন্তর্জাতিক অনুষ্ঠান তথা রেড কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়া পোশাক নিয়ে প্রশংসিত হলেও বেশকিছু ক্ষেত্রে মস্করার কারণও হয়েছেন। আবার তার পোশাক দেখে সমালোচনার ঝড় উঠতে বেশি দেরি হয়নি নেটদুনিয়ায়ও।

এবার প্রিয়াঙ্কার সবুজ রঙের বল ড্রেস নিয়ে সমালোচনা নয়, নেটিজেনরা খুঁজে নিয়েছেন মজার বিষয়। ছবিতে দেখা গেছে, পায়ে উঁচু হিল জুতা। মাথায় টপ-নট। কিন্তু শর্ট ড্রেসটা পুরো বেলুনের মতো ফুলে রয়েছে।

আজব এই পোশাক দেখেই মিম-স্রষ্টারা নিজেদের সৃষ্টিশীলতা ফুটিয়ে তুললেন বিভিন্নভাবে। একের পর এক মজাদার মিম নিমেষে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বলিউডের দেশি গার্লের পোশাক স্টাইল এখন বিনোদনের জগতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ছড়িয়ে পড়েছে একের পর এক মিম। তা দেখে এতটুকু রেগে যাননি ‘বেওয়াচ’ অভিনেত্রী।

বরং তাকে নিয়ে উপহাস করা পোস্ট শেয়ার করে নেটিজেনদের সঙ্গে মজায় যোগ দিয়েছেন তিনিও।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test