E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

শামীম-সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’

২০২১ এপ্রিল ২১ ১৬:০৪:০০
শামীম-সারিকার ‘সীমিত পরিসরে বিয়ে’

বিনোদন প্রতিবেদক : সীমিত পরিসরে বিয়ে করলেন নাটকের পরিচিত দুই মুখ শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। তবে বাস্তবে নয়, সম্প্রতি ‘সীমিত পরিসরে বিয়ে’ নামের একটি নাটকে অভিনয় করলেন তারা। লকডাউন পরিস্থিতিতে বিয়ের গল্প সেই সঙ্গে নাটকীয় কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত। পরিচালনা করেছেন মনসুর আলম নির্ঝর।

শামীম হাসান সরকার বলেন, নাটকটির গল্প সমসমায়িক। দর্শকরা দেখে আনন্দ পাবেন। পুরো পৃথিবীই এখন করোনায় উলট-পালট। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে। বিয়েটাও। এমন গল্পেই নাটকটি।

সারিকা বলেন, খুব মজার একটি নাটক। আমার বিশ্বাস নাটকটি পছন্দ হবে সবার।

এর আগেও শামীম-সারিকা জুটি হয়ে বেশ কিছু নাটক উপহার দিয়েছেন। তাদের অন্যতম জনপ্রিয় নাটক হচ্ছে ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিক নাটক। নাটকটিতে তাদের জুটি দারুন সাড়া ফেলে। নির্মাতা জানালেন, নাটকটি ঈদে অনলাইনে মাধ্যমে প্রচার হবে ।

(এম/এসপি/এপ্রিল ২১, ২০২১)

পাঠকের মতামত:

১২ মে ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test