E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

সাইফুল বারীর কথায় রিংকুর ‘মন পাখিটা’

২০২১ মে ০৯ ২৩:১২:২২
সাইফুল বারীর কথায় রিংকুর ‘মন পাখিটা’

বিনোদন প্রতিবেদক : এ সময়ের প্রতিশ্রুতিশীল গীতিকবি সাইফুল বারী। তার লেখা গান কণ্ঠে তুলেছেন সংগীতশিল্পী কাজী শুভ, কিংবন্তী অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবুসহ অনেকে। এবার তার লেখা গান গাইলেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। ‘মন পাখিটা’ শিরোনামের এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন অমিত কর।

দেশের প্রথম সারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। রম্য গল্পনির্ভর ভিডিওসহ এটি শুক্রবার (৭ মে) উন্মুক্ত করা হয়েছে জি সিরিজের ইউটিউব চ্যানেলে।

গানটির ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ ইসমাইল। অমিত করের ভাবনায় নির্মিত এ ভিডিওতে অভিনয় করেছেন হারুন রশিদ, শারমিন রিমু ও হৃদয় রাজ প্রমুখ। ভিডিওর চিত্রায়ণে ছিলেন সাখায়াত হোসেন সাকিব এবং সম্পাদনায় ছিলেন জাকির। মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে ড্রিম মেকারের ব্যানারে।

(এম/এসপি/মে ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৬ জুন ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test