Occasion Banner
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

আনুশকা শর্মার বডিগার্ডের বেতন প্রায় দেড় কোটি টাকা

২০২১ জুলাই ১৮ ১৪:৩৬:৪১
আনুশকা শর্মার বডিগার্ডের বেতন প্রায় দেড় কোটি টাকা

বিনোদন ডেস্ক : বলিউডে বর্তমানে প্রভাবশালী তারকাদের অন্যতম একজন আনুশকা শর্মা। একজন সর্বোচ্চা পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। একজন প্রযোজকও। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে দামি তারকা ও অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তিনি।

তাকে চলতে হয় অনেক নিরাপত্তা বলয়ের মধ্যে। তাছাড়া অগনিত ভক্ত রয়েছে তার। জনসমক্ষে প্রিয় তারকাকে পেলেই সবাই সেলফি ও অটোগ্রাফ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন।

এইসব সামলাতে আনুশকার রয়েছে একজন বডিগার্ড। তার নাম সোনু। তার প্রকৃত নাম প্রকাশ সিং। নয় বছর ধরে আনুশকার ছায়াসঙ্গী হয়ে আছেন তিনি। দেশ হোক বা বিদেশ, এই অভিনেত্রী যেখানেই যান না কেন সঙ্গে সনুকে নিয়ে যান।

এ অভিনেত্রীর শুটিং কিংবা বাইরে বেরানো থেকে সবকিছুই দেখভাল করেন তার দেহরক্ষী। আনুশকার বিশ্বাস অর্জন করে তার পরিবারের সদস্য হয়ে উঠেছেন সনু।

এই সনুর জন্য প্রতি মাসে ১০ লাখ রুপিরও বেশি গুনতে হয় আনুশকাকে। বছর শেষে সেই অংকটা প্রায় দেড় কোটিতে গিয়ে ঠেকে।

(ওএস/এসপি/জুলাই ১৮, ২০২১)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test