E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নকশাল আন্দোলনের গল্পে চারু মজুমদার হচ্ছেন নওয়াজউদ্দিন

২০২১ সেপ্টেম্বর ১৫ ১৭:২২:৪৩
নকশাল আন্দোলনের গল্পে চারু মজুমদার হচ্ছেন নওয়াজউদ্দিন

বিনোদন ডেস্ক : ভারত স্বাধীনতা পরবর্তী সময়ে নকশাল বাড়ি নামে গ্রামে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এগারো জন সাধারণ মানুষ। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় সশস্ত্র আন্দোলন। নকশাল বাড়ি ছাড়িয়ে ক্রমশই তা ছড়িয়ে পড়তে থাকে সেই সারা ভরতবর্ষে।

সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিপিআইএমএল। যা ক্রমশই দেশের গণ্ডি ছাড়িয়ে সারা বিশ্বের কাছে হয়ে ওঠে বামপন্থীদের ঐতিহাসিক আন্দোলনটি নকশাল আন্দোলন নামে পরিচিত। সেই নকশাল আন্দোলন নিয়েই ওয়েব সিরিজ তৈরি করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়।

হিন্দি, ইংরাজি ও বাংলা ভাষায় তৈরি হবে এই সিরিজ। জানিয়েছেন পরিচালক।

তিনটি সিজনে তুলে ধরা হবে ১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনি। এই সিরিজের প্রথম সিজনের চিত্রনাট্যে রয়েছে নকশাল আন্দোলনের কাহিনি ও রাজনৈতিক নেতা চারু মজুমদারের জীবন। তার ভূমিকায় অভিনয় করবেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

প্রথম সিজনের অন্যতম মুখ্য চরিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়। সেই চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়াল বা বোমান ইরানিকে। আপাতত চলছে চিত্রনাট্য লেখার কাজ। শুটিং শুরু হবে আগামী বছর।

একটি আন্তর্জাতিক ওটিট প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test