E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শুটিংয়ে অভিনেতার হাতে চিত্রগ্রাহক নিহত, কঙ্গনার অভিজ্ঞতা

২০২১ অক্টোবর ২৩ ১৫:৪২:২৮
শুটিংয়ে অভিনেতার হাতে চিত্রগ্রাহক নিহত, কঙ্গনার অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক : বলিউডের ‘বিতর্কের রানি’ হিসেবে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রায় সবরকম বিষয়গুলোতে তিনি সরব থাকেন। সেসবের জন্য বিতর্কের মুখেও পড়েন তিনি। এবার হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ভুলবশত গুলি করে চিত্রগ্রাহকে হত্যার ঘটনায় নড়েচড়ে বসলেন তিনি।

শুটিং করতে গিয়ে কতবারই না মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কঙ্গনা রানাউত। নতুন করে সেই স্মৃতি মনে পড়ে গিয়েছে এই অভিনেত্রীর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিনেমার শুটিং চলাকালে দুর্ঘটনাবশত হলিউড এই অভিনেতার শুটিংয়ের জন্য ব্যবহার করা ছোঁড়া গুলিতে চিত্রগ্রাহক নিহত হওয়ার ঘটনা ঘটে। পরিচালকও গুরুতর আহত হন। এ ঘটনায় ভীষণ মর্মাহত ‘মিশন ইম্পসিবল’ সিনেমা খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন।

‘ছবির সেটে দু’জনের গুলি লেগেছে। তাদের মধ্যে এক জনের ঘটনাস্থলেই মৃত্যু। অন্য অভিনেতাদের মতো আমিও অসংখ্য দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। অনেক সময়েই মৃত্যুর মুখ থেকে ফিরেছি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কারও ভুলের জন্য এমন হয়েছে’- ইনস্টাগ্রাম স্টোরিতে এভাবেই নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন পর্দার ‘রানি’।

একই পোস্টে এ দেশে অ্যাকশন দৃশ্যে শুটিং করার পদ্ধতিকে ‘আদিম’ বলেও কটাক্ষ করেছেন তিনি। কঙ্গনার আশঙ্কা, যে কোনো দিন বলিউডেও ঘটে যেতে পারে এমন দুর্ঘটনা। কোনো ধরনের বিস্ফোরক সামগ্রী, অস্ত্র নিয়ে শুট করার সময়ে সকলকে যথেষ্ট সাবধানে কাজ করার বার্তা দিয়েছেন অভিনেত্রী।

‘রাস্ট’ ছবির কাজ চলাকালীন বন্দুক দিয়ে অনিচ্ছাকৃতভাবে চিত্রগ্রাহকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ান হলিউড অভিনেতা অ্যালেক। ঘটনায় আহত হয়েছেন ছবির পরিচালক জোয়েল সুজাও। এখনও পর্যন্ত অ্যালেকের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়নি।

অভিনেতা জানিয়েছেন, তদন্তে পুলিশকে সাহায্য করছেন তিনি। কিন্তু এই ঘটনা মানসিকভাবে ভেঙেচুরে দিয়েছে তাকে। সহকর্মীর মৃত্যুর জন্য নিজেকে ক্ষমা করতে পারছেন না তিনি।

(ওএস/এসপি/অক্টোবর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test