E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন বছরে আসছে আগুনের কণ্ঠে সোহাগের গান

২০২১ ডিসেম্বর ২০ ২১:১১:২৬
নতুন বছরে আসছে আগুনের কণ্ঠে সোহাগের গান

আবু নাসের হুসাইন, সালথা, ফরিদপুর : বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত তরুণ গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগের লেখা গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী খান আসিফুর রহমান আগুন।

এর আগে সোহাগের লেখা `মনেরও আড়ালে তুমি রেখনা চাওয়া' গানে কন্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সামিনা চৌধুরী।

এবার সোহাগের লেখা নতুন বছরে নতুন গান উপহার দিলেন অত্যন্ত জনপ্রিয় শিল্পী আগুন! যিনি আগুন নামে আশির দশক থেকে পেয়েছেন বিপুল জনপ্রিয়তা।

সোহাগের লেখা নতুন যে গানটিতে কন্ঠ দিলেন আগুন- "খোলা চুলে আনমনে খোলা জানালায়, দৃষ্টিভরে অপলোকে দেখছি তোমায়, চোখের ভাষায় ডেকে বললে আমায়, কিছুকথা বুঝেনিও তুমি- একটু ইশারায় !!

সারাবেলা কাছে পেতে শুধু মন চায়, অনুভবে দুলে যায় সুখেরই দোলায়, হৃদয় গভীরে ছুঁয়ে যায় খুব নিরালায়, হাত ধরে যেতে চায় দূর অজানায় !!

ভাবনাতে আঁকো ছবি যতোটা সময়, ঘিরে থাকা চার-পাশ যেন স্বপ্নময়, মন বলে কত-কথা না-বলা কথায়, আনমনে লিখে যায় স্মৃতির পাতায় !!

বাংলাদেশ বেতারে সম্প্রতি এ গানটি রেকর্ড করা হয়। রোমান্টিক ধাচের এই গানটিতে সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আলমগীর হায়াত রুমন।

এছাড়াও সম্প্রতি সোহাগের লেখা `আমি যা চেয়েছি তুমি-তা চাওনি---' গানটির শিল্পী আফসানা রুনা এবং সজল দাসের সুরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে! গান দু'টি প্রযোজনা করেছেন বাংলাদেশ বেতারের সহকারি পরিচালক (অনুষ্ঠান) নুসরাত জাহান সুমী। আঞ্চলিক পরিচালক মো. আনাতোর আমজাদ ও মো. মাহফুজুল হকের তত্বাবধানে এবং সার্বিক নির্দেশনায় ছিলেন বাংলাদশ বেতারের পরিচালক- আব্দুল হক!

গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ ১৯৮১ ইং সালের ৩ জুলাই ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন। সেনাবাহিনীতে চাকরির পরে ব্যাংকেও চাকরি করেছেন। সোহাগের বাবা জীবনের মায়া ত্যাগ করে ১৯৭১ সালে বাঙ্গালী জাতীর জন্য যুদ্ধে অংশগ্রহণ করেন।

গানটির জনপ্রিয়তার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করে গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ বলেন, “সব শ্রেণির শ্রোতার কথা মাথায় রেখেই গানটির কথাগুলো সাজানো হয়েছে। বিশেষ করে রোমান্টিক ধাঁচের গান যারা পছন্দ করেন, তাদের কাছে গানটি বেশ ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তিনি বীর মুক্তিযোদ্ধা পরিবারে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেন।

এদিকে কন্ঠশিল্পী আগুন- কেয়ামত থেকে কেয়ামত, অন্ধ প্রেম, তুমি আমার, অন্তরে অন্তরে,বিক্ষোভ, আশা ভালোবাসা, জীবন সংসার, স্বপ্নের পৃথিবী,সত্যের মৃত্যু নেই, চাওয়া থেকে পাওয়া, আনন্দ অশ্রু সহ শতাধিক জনপ্রিয় চলচিত্রে প্লেব্যাক করেছেন!

অত্যন্ত জনপ্রিয় ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী আগুন আমার গানে কণ্ঠ দিয়েছেন— এটা আমার জন্য ভীষণ আনন্দের ও ভাল লাগার! আমার বিশ্বাস গানটি শ্রোতাদের মনের গহীনে জায়গা করে নিতে পারবে! এমনকি গানটির সুরের যাদুতে মনের অজান্তে হারিয়ে যাবে আনন্দ ভুবনে— বললেন গানটির গীতিকার মো. তাজুল ইসলাম সোহাগ।

আগুনের জন্ম ১৯৭১ সালে। বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মরহুম খান আতাউর রহমানের ছেলে আগুন! ‘এখনো অনেক রাত’ এবং ‘ও আমার জন্মভূমি’ চলচ্চিত্রে গান গাওয়ার জন্য বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি কর্তৃক প্রদত্ত (বাচসাস) পুরস্কার লাভ করেন আগুন! ১৯৮৮ সালে ‘সাডেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সঙ্গীত জীবন শুরু করেন। আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয় তাঁর সঙ্গীত জীবনের সবচেয়ে জনপ্রিয় গান।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test