E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার দুই পোস্টার প্রকাশ, ঈদের পর মুক্তি

২০২২ এপ্রিল ২৩ ১৯:০৫:৩৩
‘প্রিয় সত্যজিৎ’ সিনেমার দুই পোস্টার প্রকাশ, ঈদের পর মুক্তি

বিনোদন ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে নিয়ে বাংলাদেশে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘প্রিয় সত্যজিৎ’। সত্যজিতের জন্মশতবর্ষে তাকে উৎসর্গ করে এটি নির্মাণ করেছেন পরিচালক প্রসূন রহমান।

আজ শনিবার (২৩ এপ্রিল) সত্যজিতের প্রয়াণ দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে চলচ্চিত্রটির দুটি পোস্টার। সেগুলো নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।

ইতোমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে প্রিয় সত্যজিৎ। ঈদের পর পরই মুক্তি পাবে চলচ্চিত্রটি, জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন নির্মাতা প্রসূন।

চলচ্চিত্রটির পোস্টার প্রকাশ উপলক্ষে প্রসূন রহমান বলেন, ‘গত বুধবার সিনেমাটি আনকাট সেন্সর পেয়েছে। সত্যজিতের প্রয়াণ দিবস উপলক্ষে আজ আমরা সিনেমাটির দুটি পোস্টার প্রকাশ করেছি। ২ মে জন্মদিনে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এদিকে ২ বা ৩ মে ঈদ পড়ে যাওয়ায় মুক্তির পরিকল্পনা বাতিল করেছি।

সবকিছু ঠিক থাকলে আশা করছি ঈদের পরপরই বা মে মাসের মধ্যেই মুক্তি দিতে পারব ছবিটি।’

‘প্রিয় সত্যজিৎ’ ছবির গল্প ও চিত্রনাট্যও করেছেন প্রসূন। চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে তার নিজস্ব প্রযোজনা সংস্থা ইমেশন ক্রিয়েটরের ব্যানারে।

এর আগে প্রসূন জানিয়েছিলেন, সিনেমায় সত্যজিৎ রায় নানাভাবে আসবেন কিন্তু তার চরিত্রে কেউ অভিনয় করবেন না। গল্পসূত্র হিসেবে জানা গেছে, এর কাহিনি তিন সময়ের তিনজন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। আর অন্য দুজন পরবর্তী দুই প্রজন্মের। প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। নবীন নির্মাতা অপরাজিতা চরিত্রের অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস।

তাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে রয়েছেন, পংকজ মজুমদার, সঙ্গীতা চৌধুরী, সাঈদ বাবু, লাবণ্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর। এছাড়া সিনেমাটিতে নির্মাতা অপরাজিতার সহযোগী ফিল্ম-ক্রুদের চরিত্রে অভিনয় করবেন সত্যিকারের কয়েকজন কলাকুশলী।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test