E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

হলেই মুক্তি পাবে ধানুশের হলিউড সিনেমা

২০২২ মে ২৫ ১৯:০৭:১৫
হলেই মুক্তি পাবে ধানুশের হলিউড সিনেমা

বিনোদন ডেস্ক : দক্ষিণী অভিনেতা ও গায়ক ধানুশ। এবার হলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। আসছে তার সিনেমা ‘দ্য গ্রে ম্যান’। তার ভক্তরাও অপেক্ষায় রয়েছেন সিনেমাটির জন্য। তবে প্রথমে শোনা গিয়েছিল সিনেমাটি মুক্তি পাবে শুধু নেটফ্লিক্সে।

এবার নতুন খবরে জানা গেল, সিনেমাটি প্রথমে মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। তারপর ওটিটিতে দেখা যাবে।

সিনেমাটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্সের পরিচালক জোয় রুশো ও অ্যান্টনি রুশো পরিচালনা করছেন। এতে আরও আছেন রায়ান গসলিং ও ক্রিস ইভান্স।

এছাড়াও দেখা যাবে আনা ডি আরমাস, রেগে-জিন পেজ, জেসিকা হেনউইক, বিলি বব থর্নটন এবং ওয়াগনার মোরাকে।

সিনেমাটি আমেরিকায় ১৫ জুলাই মুক্তি পাবে। এর এক সপ্তাহ পর ২২ জুলাই মুক্তি পাবে নেটফ্লিক্সে।

এরইমধ্যে মুক্তি পেয়েছে ‘দ্য গ্রে ম্যান’র ট্রেলার। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন ধানুশ। এখন মুক্তির অপেক্ষায় সিনেমাটি।

(ওএস/এসপি/মে ২৫, ২০২২)

পাঠকের মতামত:

০৩ জুলাই ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test