E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পদ্মা সেতু নিয়ে যত গান

২০২২ জুন ২৫ ১৬:০৯:১৮
পদ্মা সেতু নিয়ে যত গান

বিনোদন ডেস্ক : পদ্মা সেতু নিয়ে বাংলাদেশীদের আবেগের অন্ত নেই। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার (২৫ জুন) দুপুর ১২টায় পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর উদ্বোধন উপলক্ষে পদ্মা সেতু গান নিয়ে আজকের আয়োজন ।

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে উৎসবে মেতেছে সারা দেশ। এ উৎসবের আলো আরো উজ্জ্বল করতে তৈরি হয়েছে পদ্মা সেতু নিয়ে গান। দেশের প্রখ্যাত সংগীত শিল্পীরা কণ্ঠ দিয়েছেন এসব গানে।

গানগুলো হলো

তুমি অবিচল দৃঢ়প্রতিজ্ঞ

কথা: কবির বকুল

সুর ও সংগীত: কিশোর দাস

শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যা, রফিকুল আলম, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, মমতাজ, বাপ্পা মজুমদার, কনা, নিশিতা, ইমরান ও কিশোর

পদ্মা সেতুর বিজয়গাথা

কথা: মোকাম আলী খান
সুর ও সংগীত: মিল্টন খন্দকার

শিল্পী: আঁখি আলমগীর, রাজীব, ঝিলিক, সাব্বির, কিশোর ও কোনাল

পদ্মা সেতুর গান

কথা: জুলফিকার রাসেল

সুর ও সংগীত: ইবরার টিপু

শিল্পী: রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও ইবরার টিপু

শত বাধা ভয়কে করে জয়

কথা: হাসান মতিউর রহমান

সুর ও সংগীত: ইমন চৌধুরী

শিল্পী: মমতাজ

পদ্মার বুকে পদ্মফুল

কথা: বায়জীদ খুরশীদ রিয়াজ

সুর: মকসুদ জামিল মিন্টু

শিল্পী: সামিনা চৌধুরী

গর্বের পদ্মা সেতু

কথা: ওমর ফারুক ফারহান

সুর ও সংগীত: রোহান রাজ

শিল্পী: কাজী শুভ

পদ্মা সেতু নয়রে শুধু

কথা: হাসান মতিউর রহমান

সুর: আজাদ মিন্টু

শিল্পী: কিরণচন্দ্র রায়, ফকির শাহাবুদ্দিন, আবু বকর সিদ্দিক, মনির বাউলা, সোহাগ, চন্দনা মজুমদার, অনিমা গোমেজ মুক্তি, শাহনাজ বেলী, অংকন ও শারমিন

সময় এসে শুনেছিল

কথা: শফিকুল ইসলাম বাহার

সুর ও সংগীত: উজ্জ্বল সিনহা

শিল্পী: রাশেদ ও ঝিলিক

স্বপ্নের পদ্মা সেতু

কথা: ফেরদৌস হোসাইন ভুঁইয়া

সুর ও সংগীত: আশরাফ বাবু

শিল্পী: কামাল আহমেদ ও নাজু আখন্দ

স্বপ্নের সেতু পদ্মা সেতু

কথা: শফিকুল ইসলাম বাহার

সুর: উজ্জ্বল সিনহা

শিল্পী: প্রিয়াংকা বিশ্বাস ও রাজিব

পদ্মা সেতু অহংকার

কথা: শেখ নজরুল

সুর: ফিদেল নাঈম, সংগীত: রেজোয়ান শেখ

শিল্পী: মিলন ও বৃষ্টি

আমরাই পারি

কথা: ইশতিয়াক আহমেদ

সুর ও সংগীত: ইমন চৌধুরী

শিল্পী: অনিমেষ রায় ও নাদেজা সুলতানা আর্নিক, অন্তরা মন্ডল ও মাটি রহমান

সাবাস বাংলাদেশ

কথা ও সুর: শাহ আলম সরকার

সংগীত: রোহান রাজ

শিল্পী: সালমা

(এম/এসপি/জুন ২৫, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test