E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

‘আরআরআর’ ছবির থিম নিয়ে রেস্তোরাঁ খুলছেন পরিচালক ও দুই নায়ক

২০২২ জুন ২৬ ১৭:২৯:৪৭
‘আরআরআর’ ছবির থিম নিয়ে রেস্তোরাঁ খুলছেন পরিচালক ও দুই নায়ক

বিনোদন ডেস্ক : বহুল আলোচিত দক্ষিণ সিনেমা ‘আরআরআর’। মুক্তির পর থেকে এখন পর্যন্ত তার রেশ যেন কাটছেই না। বক্স অফিসে শীর্ষ আয়কারী এবং দর্শকদের মধ্যে ব্যাপক হিট হয়ে উঠেছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন দক্ষিণ সুপারস্টার রাম চরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগণসহ অনেকেই।

সিনেমাটি নেটফ্লিক্সেও মুক্তি পেয়েছে। সেই সুবাদে অনলাইনে সবচেয়ে বেশি দেখা সিনেমাগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে ‘থ্রি আর’।

সিনেমার এমন জনপ্রিয়তা দেখে প্রযোজক-নির্মাতারা ভাবছেন নতুন কিছু করার। মনে হচ্ছে ভক্তরা এখন 'আরআরআর' থিমযুক্ত রেস্তোরাঁ উপভোগ করতে পছন্দ করবেন। তাই সে পথেই হাঁটছেন তারা

বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, পরিচালক এসএস রাজামৌলি এবং দুই অভিনেতা হায়দ্রাবাদে একটি রেস্তোঁরা তৈরি করবেন। রেস্তোরাঁটি তৈরি করা হবে সিনেমার দৃশ্য দিয়ে। থাকবে সিনেমার পোস্টার। মজার বিষয় হচ্ছে চরিত্রগুলোর নামে থাকছে খাবারের মেনু।

এরইমধ্যে পরিচালক এসএস রাজামৌলি এবং রাম চরণ ও এনটিআর এই প্রকল্পের জন্য একটি বিশাল ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হবেন বলে জানা গেছে।

(ওএস/এসপি/জুন ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test