E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গীতিকার আশেক মাহমুদ আর নেই

২০২৩ জানুয়ারি ২১ ১৬:১৪:০৪
গীতিকার আশেক মাহমুদ আর নেই

বিনোদন ডেস্ক : প্রখ্যাত গীতিকার সৈয়দ আশেক মাহমুদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২১ জানুয়ারি) ভোরে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

সৈয়দ আশেক মাহমুদের মৃত্যুর খবর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘স্তব্ধ এবং শোকাহত হয়ে আছি খবরটি শোনার পর। তিনি গীতিকবি সংঘের সম্মানিত উপদেষ্টা, আমাদের সংগঠনের অন্যতম বটবৃক্ষ হয়ে ছিলেন। গীতিকবি সংঘের পক্ষ থেকে আমরা তার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

জানা গেছে, আজ (২১ জানুয়ারি) আসর নামাজের পর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে সৈয়দ আশেক মাহমুদের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হবে।

উল্লেখ্য, জনপ্রিয় সংগীতশিল্পী তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি’লিখেছেন সৈয়দ আশেক মাহমুদ। তার লেখা আরও কিছু গানের মধ্যে রয়েছে, রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’, কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’ প্রভৃতি। গানগুলোর সুরকার ছিলেন প্রণব ঘোষ।

এছাড়া আশেক মাহমুদ রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক শিল্পীর জন্য গান রচনা করেছেন।

(ওএস/এসপি/জানুয়ারি ২১, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test