E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কান উৎসব নিয়ে নওয়াজউদ্দিনের বিস্ফোরক মন্তব্য

২০২৩ মে ২৭ ১৩:২৬:২৮
কান উৎসব নিয়ে নওয়াজউদ্দিনের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে বড় লোকদের বিলাসিতাকে মানসিক অবসাদ বলে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এবার কান চলচ্চিত্র উৎসব নিয়ে বোমা ফাটালেন এ অভিনেতা। কান চলচ্চিত্র উৎসব নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ভাঙার চেষ্টা করলেন ‘সেক্রেড গেমস’ তারকা।

নওয়াজ বলেন, কান চলচ্চিত্র উৎসব চলাকালীন সেখানে ছবি প্রদর্শিত হওয়া মানেই সেটি চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে এমনটা ভাবা উচিত নয়। যে কেউ চাইলে অডিটোরিয়াম ভাড়া করে ‘নিজেদের লোকজন’কে কানে ডেকে ছবি দেখাতে পারে এবং তারপর নিজের মন মতো করে ঘোষণাও করতে পারেন যে, আমাদের এ ছবি কানে প্রদর্শিত হয়েছে।

নওয়াজ উদ্দিন সিদ্দিক কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে খুব ভালোভাবেই পরিচিত। এ পর্যন্ত তার ৯টি সিনেমা প্রদর্শিত হয়েছে কানে। ২০১২ সালে নওয়াজের ‘মিস লাভলি’-র স্ক্রিনিং হয়েছিল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এ ফিল্ম ফেস্টিভ্যালে। এরপর একেএকে ‘দ্য লাঞ্চবক্স’, ‘মান্টো’, ‘মনসুন শুটআউট’-এর মতো সিনেমা কানের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে।

বিভিন্ন নিউজ পোর্টালে কান উৎসব সম্পর্কে কথা বলতে গিয়ে নওয়াজ বলেন ‘আসলে ব্যাপারটা হলো, আপনি চাইলেই নিজের সিনেমাকে কানে নিয়ে যেতে পারেন। সেটা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত সিনেমা না হলেও চলবে। সেখানে অডিটোরিয়াম রয়েছে, যা আপনি ভাড়া করতে পারেন। মালিককে টাকা দিন, নিজে লাল গালিচা বিছিয়ে দিন। তারপর নিজেদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যান, ছবি তুলুন আর লোকদের সিনেমাটা দেখান। ফিরে এসে বলুন, ‘আমাদের ছবি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে’।

এ অভিনেতা আরও বলেন, ‘আমি সত্যিই জানি না অর্ধেক মানুষজন কী করতে ওই ছবি উৎসবে যায়’। কানে কোনো সিনেমা সমাদৃত হলে দর্শকমহলেও তা সাড়া ফেলবে এটা ভুল ধারণা। নিজের সিনেমার উদাহরণ টেনে তিনি বলেন, মিস লাভ কানে প্রশংসা কুড়িয়েছিল, সমালোচকরা ভূয়সী প্রশংসা করেছিলেন কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম এডিশন অনুষ্ঠিত হচ্ছে ফ্রেঞ্চ রিভারায়। চলবে আগামী ২৭ মে পর্যন্ত। নওয়াজকে শেষ দেখা গিয়েছে সুধীর মিশ্রার ‘অফওয়া’ সিনেমাতে। শুক্রবার (২৬ মে) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘যোগী সারা রা রা’তে। এ সিনেমাতে নওয়াজের নায়িকা নেহা শর্মা।

(ওএস/এএস/মে ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test