E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, যাচ্ছে নিরবের ‘কসাই‍’ 

২০২৩ জুন ০১ ১৮:৪৮:৫৪
আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, যাচ্ছে নিরবের ‘কসাই‍’ 

বিনোদন ডেস্ক : বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্স সিনেমাটি আমদানি করার অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে এ একটি আবেদনপত্র জমা দিয়েছিল। গতকাল বুধবার সিনেমাটি বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

আমদানিকারক প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু বলেন, ‘কিসি কা ভাই কিসি কি জান সিনেমা আমদানির অনুমতি পেয়েছি আমরা। সিনেমাটির পরিবর্তে বাংলাদেশ থেকে ভারতে যাবে অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘কসাই’।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আসছে।

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও আরো অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।

ঈদ উপলক্ষে গত ২১ এপ্রিল বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ সিনেমা হলে মুক্তি পায় সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। যার মধ্যে শুধু ভারতেরই ৪ হাজার ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অ্যাকশনে ভরপুর সিনেমাটি, যেখানে ১৬ হাজারেরও বেশি শো চলেছে প্রতিদিন।

দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরেছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, শেহনাজ গিল, রাঘব জুয়েল, জাগাপতি বাবু ও ভেঙ্কটেশ দগ্গুবাতি।

(ওএস/এসপি/জুন ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test