E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অন্তর্জাল’ অনুপ্রাণিত করেছে

২০২৩ সেপ্টেম্বর ২৪ ১৪:৫০:১৮
‘অন্তর্জাল’ অনুপ্রাণিত করেছে

বিনোদন ডেস্ক : বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। সাইবার জগতের বিচিত্র ঘটনা নিয়ে নির্মিত ‘অন্তর্জাল’ দেশ-বিদেশ মিলিয়ে রেকর্ড সংখ্যক ১৮৪টি প্রেক্ষাগৃহে ২২ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ‘অন্তর্জাল’ সিনেমা নিয়ে অভিনেতা তারিক আনাম খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অন্তর্জাল’ অনুপ্রাণিত করেছে। ভিন্ন ভাবনার, খুব দুরহ একটি কাজ অনেক নিষ্ঠার সাথে, পরিশ্রমের সাথে দীপংকর দীপন ও তার দল চলচ্চিত্রে রূপ দিয়েছেন।

তিনি আরও লিখেছেন, কারিগরি দিকটা এ সিনেমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, বেশ পারঙ্গমতার সঙ্গে তা বিশ্বাসযোগ্য করে তুলেছেন তার দল। অভিনয়ে সবাই বিশ্বাসযোগ্য। তবে সিয়ামকে আমি এগিয়ে রাখব। (হয়তো ওকে একটু বেশি ভালোবাসি তাই)। কিছু কিছু অনবদ্য মুহূর্ত তৈরি করেছে যা অভিনয়েই তৈরি করা যায়। আরও এগিয়ে যা বাপ। বাংলাদেশের চলচ্চিত্র এগিয়ে যাবে এ বিশ্বাস আরও দৃঢ় হলো।

‘অন্তর্জাল’ চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ আরও অনেকে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test