E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতির পিতার প্রতিকৃতিতে ফেরদৌসের শ্রদ্ধা নিবেদন

২০২৩ নভেম্বর ২৭ ১৮:০৫:২৪
জাতির পিতার প্রতিকৃতিতে ফেরদৌসের শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার : আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। এতে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

এদিকে সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা রিয়াজ, অভিনেত্রী অজনাসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় ফেরদৌস গণমাম্যকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় কাজ করতে চাই। তবে আমার নিজেরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। বিজয়ী হলে সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি চলচ্চিত্র শিল্প নিয়েও আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে, রুটিনকাজের বাইরে শিক্ষা নিয়েও কাজ করতে চাই।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দুইটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ফেরদৌস। আসনগুলো হলো ঢাকা-১০ ও ঢাকা-১৮।

(ওএস/এসপি/নভেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test