E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মনোনয়ন বাতিল, এখন যা করবেন হিরো আলম

২০২৩ ডিসেম্বর ০৩ ১৭:২৩:২৭
মনোনয়ন বাতিল, এখন যা করবেন হিরো আলম

স্টাফ রিপোর্টার : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে গণঅধিকার পার্টি থেকে মনোনয়ন জমা দেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

রবিবার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করেন বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

মনোনয়ন বাতিল হওয়ার পর হিরো আলম বলেন, উকিল ভুল করেছেন। তবে উকিল ভুল করা মানে আমি ভুল করেছি। হলফনামায় স্বাক্ষর করিনি। তারা চাইলেই এখানে আমার স্বাক্ষর নিতে পারতেন। বাতিল করেছে করুক।

হিরো আলমের প্রার্থিতা বাতিল নতুন কিছু নয় উল্লেখ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমি ভোটের মাঠে থাকব। আবারও আমার প্রার্থিতা ফিরিয়ে আনার চেষ্টা করব। নির্বাচন কমিশনে আপিল করব। ওখানে না হলেও হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরিয়ে আনব। আমার ভোট আছে। অবশ্যই ভোটের মাঠে থাকব।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হিরো আলম। পরে ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনেও অংশ নেন তিনি।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test