E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শয়তান মুভির আয় ২০০ কোটি টাকা ছাড়িয়ে

২০২৪ মার্চ ২০ ১৩:৫২:০৩
শয়তান মুভির আয় ২০০ কোটি টাকা ছাড়িয়ে

বিনোদন ডেস্ক : অজয় দেবগন অভিনীত সিনেমা ‘শয়তান’। বিকাশ বহেল নির্মিত এ সিনেমায় অজয়ের সঙ্গে পর্দা শেয়ার করেছেন আর মাধবন, জ্যোতিকা। গত ৮ মার্চ ২ হাজার ৮০০ প্রেক্ষাগৃহের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলে এটি। তবে সময়ের সঙ্গে সিনেমাটির আয় অনেকটা কমেছে।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘শয়তান’ মুক্তির প্রথম দিনে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় এটি দ্বিতীয়। প্রথম দিনে সিনেমাটি আয় করে ১৪ কোটি রুপি। এ তালিকার শীর্ষে রয়েছে ‘ফাইটার’। হৃতিকের এ সিনেমা প্রথম দিনে আয় করে ২৪.৬ কোটি রুপি।

‘শয়তান’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে শুধু ভারতে আয় করে ১৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ১৮ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ২০.৬ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৭.৪ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ৬.৪ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ৬.২ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ৫.৮ কোটি রুপি।

অষ্টম দিনে আয় করেছে ৫.১ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৯ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ১০ কোটি রুপি, ১১ তম দিনে আয় করেছে ৩ কোটি রুপি, ১২ তম দিনে আয় করেছে ২.৮ কোটি রুপি। ভারতে মোট আয় করেছে ১০৮.৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৫২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি ৫৫ লাখ টাকার বেশি।

১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা দেবগন ফিল্মস, জিও স্টুডিও এবং প্যানোরমা স্টুডিওর ব্যানারে নির্মিত হয়েছে।

(ওএস/এএস/মার্চ ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test