E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শাকিব অভিনয় পারেন না, বিস্ফোরক মন্তব্য টলিউড প্রযোজকের

২০২৪ মার্চ ২৫ ১৭:৩৫:৩৬
শাকিব অভিনয় পারেন না, বিস্ফোরক মন্তব্য টলিউড প্রযোজকের

বিনোদন ডেস্ক : ঢালিউডের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান। ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। সেই সুবাদে এখনও ঢাকাই ইন্ডাস্ট্রিতে রাজত্ব তার। নতুন লুকে লুফে নিচ্ছেনন ভক্তদের মন। সর্বশেষ ‘প্রিয়তমা’ সিনেমা দিয়েও নতুন করে আলোচনায় শাকিব। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার ‘রাজকুমার’। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটির একটি পোস্টারও। এতেও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সুপারস্টার।

দীর্ঘ ক্যারিয়ারে দেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান নাম লিখিয়েছেন টলিউডের সিনেমায়ও। কাজ করেছেন শ্রাবন্তী, শুভশ্রীসহ টলিউডের অনেক নায়িকার সঙ্গে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গেও পরিচিত এক নাম শাকিব। তবে সেই নায়কই কি না অভিনয় পারেন না? এবার তাকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন টলিউডের প্রযোজক রানা সরকার।

বাংলাদেশের একটি গণমাধ্যমে অডিও বার্তায় শাকিব খান প্রসঙ্গে রানা বলেন, ‘শাকিব জনপ্রিয় হলেও পশ্চিমবঙ্গে তার সিনেমার দর্শকপ্রিয়তা নেই। সুপারস্টারের সিনেমা যেমন চলা উচিত, যেমন দেব, জিৎ, সোহম—সে রকম চলে না। শাকিব খান হয়তো খুব জনপ্রিয়, কিন্তু অভিনয়ে অন্য যারা নাম করছেন, তাদের তুলনায় অতটা ভালো নয়।’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় শাকিব খান সিনেমা করলেও হলগুলো এই নায়কের সিনেমায় ততটা আগ্রহী নয় বলে মন্তব্য রানা সরকারের। তিনি বলেন, ‘শাকিব খানের সিনেমা হলে তো চলেই না, বাংলার কোনো স্যাটেলাইট চ্যানেলেও তাকে সেই দামটা দেয় না, যে দামটা দেব, জিতের মতো নায়কদের আছে।’

শাকিব খান সুপারস্টার ঠিকই, তবে এ নায়ক যদি আরও অভিনয়ের দিকে মনোযোগ দিতেন, তাহলে ভালো হতো বলে মনে করেন রানা সরকার। পশ্চিমবঙ্গের নায়কদেরও প্রায় সময় কটাক্ষ করেন টালিউডের এই প্রযোজক। তাদের অভিনয় জানা না জানা এবং নানা দুর্বলতা নিয়ে তোলেন প্রশ্ন। এবার শাকিব খানের মতো জনপ্রিয় নায়কের অভিনয়দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন এ প্রযোজক।

(ওএস/এসপি/মার্চ ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test