E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেলেন যারা

২০২৪ এপ্রিল ১২ ১৪:৫৮:৫৭
কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ উৎসব কান চলচ্চিত্র উৎসব। এবারও শুরু হতে যাচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যাল। যা চলবে ১৪ মে-২৫ মে পর্যন্ত।

সারা বিশ্বের মানুষ এই উৎসবের মনোনয়ন ঘোষণার জন্য মুখিয়ে থাকেন। বহু প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসবের মনোনয়ন তালিকা ঘোষণা হয়েছে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ঘোষণা করা হয় কান উৎসবের মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর নাম। একনজরে দেখে নেওয়া যাক মূল প্রতিযোগিতা বিভাগের মনোনয়নগুলো -

‘মোটেল ডেস্টিনো’: পরিচালক, কারিম আইনুজ
‘বার্ড’: পরিচালক, আন্দ্রে আর্নল্ড
‘এমিলিয়া পেরেজ’: পরিচালক, জ্যাকুয়িজ এডিয়ার্ড
‘এনোরা: পরিচালক’, শন বেকার
‘দ্য শ্ররাউডস’: পরিচালক, ডেভিড ক্রনেনবার্গ
‘দ্য সাবসট্যান্স’: পরিচালক, কোরালি ফার্গেট
‘গ্র্যান্ড ট্যুর’: পরিচালক, মিগুয়েল গোমেজ
‘মার্সেলো মিয়ো: পরিচালক, ক্রিস্টফি হনার
‘কট বাই দ্য টাইডস’: পরিচালক, জি জিয়াং-কে

‘অল উই ইমাজিন অ্যাস লাইট’: পরিচালক, পায়েল কাপাডিয়া
‘কাইন্ডস অব কাইন্ডনেস’: পরিচালক, হয়োগস ল্যান্থিমোস
‘লা’আমর ওউফ’: পরিচালক, গিলিস লেল্লোচি
‘ওয়াইল্ড ডায়মন্ড’: পরিচালক, আগাতি রিডিনজার
‘ওহ, কানাডা’: পরিচালক, পল সেহরাডার
‘লিমিনভ-দ্য ব্যালাড’: পরিচালক, ক্রিরিল সেরেবেরেনিকভ
‘পার্থেনভ’: পরিচালক, পাওলো সরেনটিনো
‘দ্য গার্লস উইথ দ্য নিডেল’: পরিচালক, ম্যাগনাস ভন হর্ন

কান চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতাদের সিনেমার জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক শাখা ‘আঁ সার্তে’ রিগা বিভাগ। এই শাখায় সচরাচর প্রথম ও দ্বিতীয় সিনেমায় পরিচালকদের সিনেমা মনোনয়ন পায়। একনজরে দেখে নেওয়া যাক ‘আঁ সার্তে’ রিগা বিভাগের মনোনয়নগুলো -

‘ভিংক্ট ডিউক্স’: পরিচালক, লুইস কোরভোয়েসিয়ার
‘হু লেট দ্য ডগ বাইট’: পরিচালক, গুয়ান হু
‘দ্য ভিলেট নেক্সট টু প্যারাডাইস’: পরিচালক, মো হারায়ি
‘সেপ্টেম্বর সেস’: পরিচালক, আরিয়ান লাবেদ
‘ল’হিস্টোয়ার ডে সোলেমান’: পরিচালক, বরিস লোজকিনে
‘দ্য ডেমন্ড’: পরিচালক,: পরিচালক, রবার্ত মিনেরভিনি
‘অন বিকামিং আ গুইনিয়ে ফৌল’: পরিচালক, রানগানো নয়োনি
‘মাই সানশাইন’: পরিচালক, হিরোইশি ওকুয়ামা
‘সানটোস’: পরিচালক, সান্দায়া সুরি
‘ভিয়েত অ্যান্ড নাম’: পরিচালক, ট্রঅং মিন
‘আর্মান্ড’: পরিচালক, হাল্ফডান উলম্যান টনডেল

এ বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। ভূমধ্যসাগরের তীরে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবটির পর্দা উঠবে আগামী ১৪ মে। উদ্বোধনী অনুষ্ঠানে ফরাসি কমেডিয়ান-অভিনেত্রী ক্যামিল কোতাঁন একে একে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের স্বাগত জানাবেন।

(ওএস/এসপি/এপ্রিল ১২, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test