E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার দেশে সংবর্ধনা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

২০২৪ মে ০৭ ১৩:২৯:২২
এবার দেশে সংবর্ধনা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন ডেস্ক : ভারত সরকার বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে পদ্মশ্রী পদকে ভূষিত করেন। এ পুরস্কার প্রাপ্তির পর দেশে এবার খ্যাতিমান এ শিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়।

রবিবার (৫ মে) সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এ সংবর্ধনা গ্রহন করেন বন্যা। ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় দেশে শিল্পীকে সংবর্ধনা দিয়েছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন।

রাবেয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে গোলাম কুদ্দুছ, জাতীয় কবিতা পরিষদের সভাপতি ড. মুহাম্মদ সামাদ ও কবি তারিক সুজাত, মাত্রা পরিবারসহ বেশ কয়েকটি সংগঠন ও সম্মানীয় ব্যক্তিবর্গ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মাহফুজ আনাম, সৈয়দ মোহাম্মদ শাহেদ, সৌমিত্র শেখর, কবি কামাল চৌধুরী, শাহীন সামাদ, রফিকুল আলম, আবিদা সুলতানা, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, ইফ্ফাত আরা দেওয়ান, দেবপ্রিয় ভট্টাচার্য শিল্পী কলাকুশলীসহ দেশের খ্যাতিমান ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করেন বন্যা।

(ওএস/এএস/মে ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test