E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মুক্তি পেয়েই রেকর্ডের পথে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’

২০২৪ জুলাই ২৯ ১৪:৫১:৫৯
মুক্তি পেয়েই রেকর্ডের পথে ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’

বিনোদন ডেস্ক : চলতি বছরে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমাগুলোর একটি ‘ডেডপুল’ সিরিজের তৃতীয় কিস্তি ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। (২৬ জুলাই) সারাবিশ্বে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। এখন সিরিজের সবচেয়ে দীর্ঘ সিনেমা এটি। যার সময় দৈর্ঘ্য ২ ঘণ্টা ৭ মিনিট।

মুক্তির পরদিনই সিনেমাটির রিভিউ চলে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। একইসঙ্গে তথ্য পাওয়া যায়, মুক্তির সঙ্গেই কতটা বাজিমাৎ করতে যাচ্ছে হলিউডের বহুল প্রত্যাশিত এই ছবিটি। অধিকাংশ দর্শক-সমালোচকরা জানিয়েছেন, পুরো ছবিতে নাকি দৃষ্টি সরানোই কঠিন।

জানা গেছে, জাপানসহ আরও কিছু দেশে ছবিটি বুধবার মুক্তি পায়। সেখানে দর্শক প্রতিক্রিয়া এতটাই ভালো এসেছে যে পরদিন শুক্রবার প্রভাব পড়ে উত্তর আমেরিকায়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর খবর অনুযায়ী, শুধু মুক্তির দিনেই স্থানীয় বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

তবে বিশ্লেষকেরা মনে করছেন, এ সপ্তাহের মধ্যে ছবিটি স্থানীয়ভাবে ২০০ মিলিয়ন ডলার আয়ের পথে রয়েছে। বলা হচ্ছে, আর-রেটেড সিনেমাগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ আয়ের ছবি হবে।

এর আগে ২০১৬ সালে ডেডপুল এর প্রথম ছবি মুক্তি পাওয়ার প্রথম সপ্তাহেই ১৩২ মিলিয়ন ডলার আয়ের রেকর্ড করে। এরপর ২০১৮ সালে ‘ডেডপুল টু’ ১২৫ মার্কিন ডলার আয় করে দ্বিতীয় স্থান অর্জন করে।

সেখানে সদ্য মুক্তি পাওয়া সিরিজের তৃতীয় কিস্তির ছবিটি মাত্র দু-দিন না যেতেই বিশ্বব্যাপী ১০০ মিলিয়নের ঘর ছাড়িয়েছে। সুতরাং সপ্তাহান্তের মধ্যে ২০০ মিলিয়নের ঘর ছাড়িয়ে গেলে সিরিজের সব ছবির রেকর্ড ভাঙবে- এমনই প্রত্যাশা বিশ্লেষকদের।


(ওএস/এএস/জুলাই ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test