E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আতঙ্ক ছড়াচ্ছে ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমার টিজার

২০২৪ সেপ্টেম্বর ২৮ ১৪:১৭:২৯
আতঙ্ক ছড়াচ্ছে ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমার টিজার

বিনোদন ডেস্ক : প্রকাশ্যে এসেছে বহুল ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমার ট্রেলার। এর প্রতিটি দৃশ্য সবার মনে আতঙ্ক ছড়াচ্ছে। একদিকে গা ছমছমে পরিবেশে নূপুরের শব্দ। ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমায় বিদ্যা বালান থাকছেন তা আগেই ভক্তরা জেনেছেন। তখন থেকেই চমকের অপেক্ষায় ছিলেন দর্শক ও অনুরাগীরা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) চমক দেখা গেছে।

টিজারেই গায়ে কাঁটা ধরিয়ে দিলেন বিদ্যা বালান। ‘রুহ বাবা’ রূপে কার্তিক আরিয়ানও নিজেকে উপভোগ্য রূপে তুলে ধরছেন।

‘ভুলভুলাইয়া’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটির কথা উঠলেই বিদ্যা বালানের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। সিনেমাটিতে বিদ্যা বালানের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের আসল শক্তি। এমনকী কার্তিক আরিয়ান ও কিয়ারা আদবাণীর ‘ভুলভুলাইয়া-২’ সিনেমাতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। কিন্তু সে সিনেমা অভিনয় করেছিলেন টাবু। তবে ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমায় এবার বড় চমক নিয়ে আসছেন নির্মাতা অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে যে বিদ্যা আবারও চমক দেখাবেন প্রথম টিজারেই প্রমাণ পাওয়া গেছে।

ভয় জাগানিয়া গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটছে একের পর এক ভৌতিক কাণ্ড-কারখানা। রয়েছে অভিশপ্ত এক অতীত। আর ঠিক সেই প্রেক্ষাপটেই ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের আবির্ভাব ঘটে। এবারের শিল্পী নির্বাচনে যেমন চমক দেখা যাচ্ছে, তেমনটি দর্শকদের জন্যও অপেক্ষা করছে গল্পের মজা। সিনেমাটিতে রয়েছেন তৃপ্তি দিমরিও রয়েছে। অন্যদিকে মাধুরী দীক্ষিত অতিথি শিল্পী হিসেবে থাকছেন। চলতি বছর দিওয়ালির সময়ে ‘ভুলভুলাইয়া-৩’ সিনেমাটি ‍মুক্তি পাচ্ছে। এটি বক্স অফিসে কাঁপন ধরাতে টিজার দেখেই বোঝা যাচ্ছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test