E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লাইফ সাপোর্টে স্বামী, দোয়া চাইলেন তনি

২০২৪ অক্টোবর ০৭ ১৭:৫১:৩৬
লাইফ সাপোর্টে স্বামী, দোয়া চাইলেন তনি

বিনোদন ডেস্ক : দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাতাৎ হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালের লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন।

তনির স্বামীও একজন সফল ব্যবসায়ী। তনি ও তাঁর স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানারকম ট্রলের মুখে পড়েন এই নারী উদ্যেক্তা। এসবে তার কোনও তোয়াক্কা নেই। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে।

গতকাল শনিবার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে তনি লিখেছেন, ‘আমার হাসবেন্ডের আপডেট―এখনো তেমন রেসপন্স করছে না, আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, ডক্টররা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেয়ার কথা চলছে।’

এ নারী উদ্যোক্তা লেখেন, ‘আমি হাসপাতালেই আছি, সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সঙ্গে আছে। সারফারাজ কিছুই বুঝে না, ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পারছে তার ডেডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।’

সবশেষ তিনি লিখেছেন, ‘আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সবাই আমাদের সব ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।’

(ওএস/এসপি/অক্টোবর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test