E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভক্তদের ডাকে সাড়া দিলেন মেহজাবীন

২০২৪ নভেম্বর ০২ ১৮:২৭:৩৫
ভক্তদের ডাকে সাড়া দিলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন অসংখ্য হিট নাটক। শুধু তাই নয়, ওয়েব ফিল্মেও নিজের অভিনয় গুণে কেড়েছেন দর্শকদের নজর।

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব মেহজাবীন। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার ভক্ত। মাঝে মধ্যেই নিজের ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেন তিনি। এমনকি ভক্তদেরকে সময় দিতে লাইভে এসে আড্ডাও দেন অভিনেত্রী।

শুধু তাই নয়, অনুরাগীদের বিভিন্ন পোস্টেও মন্তব্য করতে ভোলেন না মেহজাবীন। এবার ভক্তদের জন্যই সাফল্যের আরেক মুকুট উঠলো তার মাথায়। বিশ্বসেরা তারকাদের কাতারে নাম লেখালেন মেহজাবীন। আর এই পুরো কৃতিত্ব তার ভক্তদের। ফেসবুকে সেরা ২৫-এ (২৪তম) স্থান পেয়েছেন মেহজাবীনের ভক্তরা।

ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে এবার নাম উঠেছে মেহজাবীনের। এমন অর্জনে আপ্লুত অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ক্রিনশটের ছবি শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

এদিকে মেহজাবীনের সেই ভক্তদের এক দাবি, আর সেটি না মানলে আন্দোলনে যাবেন তারা। ভক্তদের দাবি- তারা মেহজাবীনকে আবারও রোমান্টিক কাজে দেখতে চান। সেটা নাটক, ওটিটি কিংবা সিনেমায়।

এমন দাবিতেই মুখর মেহজাবীন চৌধুরী অফিশিয়াল ফ্যানস ক্লাবের মন্তব্যের ঘর। সেখানে এ-ও বলা হচ্ছে— দাবি না মানলে তারা শাহবাগে আন্দোলনে যাবেন।

ভক্তদের সেই ডাক উপেক্ষা করেননি মেহজাবীনও। পাঁচ দিন পর সাড়া দিয়েছেন। ভক্তদের উদ্দেশ্যে তার ফ্যানস ক্লাব গ্রুপে এই অভিনেত্রী এক পোস্টে লিখেন, আমার ফ্যানগুলো প্রায়ই আমাকে অবাক করে দেয়। ঠিক যেমন মিষ্টি আবার কিছুটা দুষ্টুও। কি কি যে শুরু করেছেন আপনারা! আপনাদের দাবি, চাওয়া সবকিছুই আমার নজরে এসেছে। আমি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছি এবং ভাবছি। একটু ধৈর্য্য ধরেন সবাই। শিগগিরই নতুন খবর পাবেন।

সব শেষে ভালোবাসা ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করতেও ভুলেননি মেহজাবীন।

তার সেই স্ট্যাটাসের পর ভক্তদের আনন্দের যেন শেষ নেই। তবে অভিনেত্রী তাদের দাবির প্রেক্ষিতে এখনও কোনো কাজের ঘোষণা দেননি। ভক্তদের নতুন খবর জানাবেন বলে ধৈর্য্য ধারণ করতে বলেছেন তিনি। ধারণা করা যাচ্ছে, নতুন কোনো সুখবর দেবেন তিনি। তবে সেটা কী, সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, মেহজাবীন চৌধুরী অভিনীত দুই সিনেমা ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

(ওএস/এসপি/নভেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test