E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রেক্ষাগৃহে আজ দুই নতুন সিনেমা

২০২৪ নভেম্বর ০৮ ১৩:৪০:৫৪
প্রেক্ষাগৃহে আজ দুই নতুন সিনেমা

বিনোদন ডেস্ক : দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা। আহসান সারোয়ারের ‘রং ঢং’ ও রেজাউর রহমানের ‘থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স’। চার বছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর আলোর মুখ দেখছে রং ঢং, অন্যদিকে ওয়েব ফিল্ম হিসেবে নির্মিত হলেও সিনেমা হলে মুক্তি পাচ্ছে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স।

চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কিছু নবীনের প্রতারিত হওয়ার ঘটনা নিয়ে ২০১৬ সালে আহসান সারোয়ার শুরু করেছিলেন রং ঢং সিনেমার শুটিং। দেশের বিভিন্ন স্থানে তিন বছরের বেশি সময় ধরে চলেছে দৃশ্যধারণের কাজ। ২০১৯ সালে সেন্সর বোর্ডে জমা পড়লে আটকে যায় সিনেমাটি। প্রথমে সংশোধনী দিলেও পরবর্তী সময়ে নিষিদ্ধ করা হয়। চার বছর সেন্সরে আটকে থাকার পর গত বছর আপিলের মাধ্যমে ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি।

অবশেষে আজ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রং ঢং। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, ফারুক আহমেদ, ডা. এজাজুল ইসলাম, প্রাণ রায়, রাকিব হোসেন ইভন, মাখনুন সুলতানা মাহিমা, সোহেল মণ্ডল প্রমুখ।

অসংখ্য ক্যাজুয়াল ও অনলাইন ডেটিংয়ের পর বিয়ের জন্য রাজি হয় প্রিয়ন্তী। তার একটাই চাওয়া—ডেস্টিনেশন ওয়েডিং। মানে বাড়ি কিংবা কনভেনশন সেন্টারে নয়, দূরে কোনো পর্যটনকেন্দ্রে হতে হবে এই বিয়ের আয়োজন। প্রিয়ন্তীর ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যানের দায়িত্ব পায় সায়রা। প্রিয়ন্তীর বিয়েকে কেন্দ্র করে সেখানে ঘটতে থাকে নানা ঘটনা।

এমন গল্পে রেজাউর রহমান বানিয়েছেন থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স। এতে প্রিয়ন্তী চরিত্রে দেখা যাবে প্রার্থনা ফারদিন দীঘিকে আর সায়রা চরিত্রে আছেন কারিনা কায়সার। সিনেমাটি নির্মিত হয়েছিল ওয়েব ফিল্ম হিসেবে। গত ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ।

পরবর্তী সময়ে চরকি জানায়, ওটিটিতে নয়, সিনেমা হলে দেখা যাবে প্রিয়ন্তীর বিয়ে। এতে আরও অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী প্রমুখ। আজ দেশের ২৩টি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

(ওএস/এএস/নভেম্বর ৮, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test