E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘মা’ হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন বিদ্যা সিনহা মিম

২০২৪ নভেম্বর ১১ ১৯:৫৩:৪১
‘মা’ হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন বিদ্যা সিনহা মিম

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারে ইতোমধ্যে বিজ্ঞাপনচিত্র, নাটক-সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। সম্প্রতি শোনা যাচ্ছে, খুব শিগগিরই সন্তানের মা হতে যাচ্ছেন এই অভিনেত্রী।বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুললেন মিম।

মিম বলেন, এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।

এদিকে সম্প্রতি বিদ্যা সিনহা মিম যুক্ত হয়েছেন ‘আমি ইয়াসমিন বলছি’ সিনেমায়। খুব দ্রুত সিনেমাটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। তবে ছবিটি সাবেক ডিবি প্রধান হারুন আটকে দিয়ে ছিল, বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন ও হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মিমের। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান তিনি। এরপর একাধারে কাজ করে চলেছেন এই অভিনেত্রী। জায়গা করে নিয়েছেন ভক্তমনে।

অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও খ্যাতি রয়েছে মিমের। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় অভিনেত্রীর প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় মিমের উপন্যাস ‘পূর্ণতা’।

(ওএস/এসপি/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test