E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আমি প্রতিদিন আমার মতো বাঁচি’

২০২৪ নভেম্বর ১৮ ০০:২২:১৯
‘আমি প্রতিদিন আমার মতো বাঁচি’

বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্স হয়েছেন ডেনিশ রূপসি ভিক্টোরিয়া খেয়া থাইলভিগ। প্রথমবারের মতো ডেনমার্কের কেউ এই প্রতিযোগিতায় জয়ী হলেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭২তম আসরের সেরা রূপসির মুকুট পরিয়ে দেওয়া হয়েছে তার মাথায়।

শনিবার রাতে মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১২০ জনের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে সেরার মুকুট জয় করেন ডেনমার্কের থাইলভিগ। তাকে মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী মিস নিকারাগুয়া শেনিস প্যালাসিওস। এ আসরে প্রথম রানারআপ হয়েছেন নাইজেরিয়ার সিদিমা অ্যাদেতসাইনা ও দ্বিতীয় রানারআপ মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

প্রতিযোগিতার শুরু থেকে এ পর্যন্ত ফলাফলের ভিত্তিতে গত বৃহস্পতিবার ৩০ প্রতিযোগীর তালিকা প্রকাশ করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। এই ৩০ প্রতিযোগীর মধ্য থেকে সেমিফাইনালিস্ট নির্বাচন করে তাদের মধ্যে সাঁতারের পোশাকে প্যারেড প্রতিযোগিতা হয়। এরপর তাদের মধ্য থেকে ১২ জন গাউন প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পাঁচ প্রতিযোগীকে অংশ নিতে হয় প্রশ্নোত্তর পর্বে। তাদের জিজ্ঞেস করা হয় নেতৃত্ব ও দৃঢ় মনোবল প্রসঙ্গে। ভিক্টোরিয়াকে জিজ্ঞাসা করা হয়, ‘কেউ যদি তাকে মূল্যায়ন না করে তাহলে তিনি কীভাবে জীবনযাপন করতেন?’ জবাবে তিনি বলেন, ‘আমি প্রতিদিন আমার মতো করে বাঁচি।’

বিজয়ী ভিক্টোরিয়া খেয়া থাইলভিগের বয়স ২১ বছর। তিনি একজন নৃত্যশিল্পী, উদ্যোক্তা ও সম্ভাব্য আইনজীবী। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যে যেখান থেকেই আসুন না কেন, লড়াইটা চালিয়ে যান। আজ আমি এখানে, কারণ আমি নিজেকে বদলাতে চেয়েছি। আমি ইতিহাস গড়তে চেয়েছি এবং আজ রাতে আমি সেই ইতিহাস গড়েছি।’

মিস ইউনিভার্সের ৭২ বছরের ইতিহাসে এবারই প্রথম ২৮ বছরের বেশি বয়সী নারীদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে গর্ভবতী নারী, মা ও বিবাহিত নারীদের অংশগ্রহণের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে। ৪০ বছর বয়সী মাল্টার প্রতিযোগী বিয়েট্রিস এনজয়া চূড়ান্ত পর্বে পৌঁছে এ প্রতিযোগিতায় নতুন রেকর্ড গড়েছেন। ভিক্টোরিয়া এই বিজয়কে মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য এক যুগান্তকারী মুহূর্ত বলে মনে করেন, যা বৈচিত্র্য, ক্ষমতায়ন ও আধুনিকতার প্রতীক হয়ে উঠলো।

(ওএস/এএস/নভেম্বর ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test