E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বহু বছর পর একসঙ্গে শাকিব খান-আমিন খান

২০২৪ নভেম্বর ২৮ ১২:৫৩:২৩
বহু বছর পর একসঙ্গে শাকিব খান-আমিন খান

বিনোদন ডেস্ক : বহু বছর পর একসঙ্গে দেখা মিলল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খানের। প্রায় এক যুগ আগেও এই দুই তারকাকে সিনেমায় দেখা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আমিন খান। অন্যদিকে শাকিব খান চলে গেছেন ঢালিউডের শীর্ষে। দুই নায়ককেই সম্প্রতি দেখা গেল একফ্রেমে। দুজনে পরস্পরের কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে আছেন।

অনেকে বলে থাকেন, শাকিব খান যেহেতু বছরের পর ইন্ডাস্ট্রি শাসন করছেন, তার সিনেমায় অন্যরকম ক্যারেকটার দিয়ে হয়তো দারুণ কামব্যাক হতে পারে আমিন খানের। এমনকি শাকিবের আসন্ন সিনেমায় মারকাটারি ভিলেন হিসেবেও আমিন খানকে দেখতে চান অনেকে।

আমিন খান একাধিকবার বলেছেন, পরিচালকরা যদি তাকে ভেবে আকর্ষনীয় কোনো চরিত্রে তাকে অফার করেন তিনি সিনেমা করবেন। এসব আলোচনার মাঝেই দু’জনকে একসঙ্গে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক ছবি।

যেখানে দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না! শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের টিশার্ট ও ক্যাপ আছেন, অন্যদিকে ওয়ালটনের হুডি পরা আমিন খান। তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোন কাজে তাদের একসঙ্গে দেখা যাবে তা পরিষ্কার জানা যায়নি।

একসঙ্গে শাকিব খান ও আমিন খান অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরা চুনি পান্না, উত্তেজিত, হিম্মত, গরম খবর, সাত খুন মাফ, পিতার আসন হিম্মত, ফুল নেব না অশ্রু নেব, সমাধি।

(ওএস/এএস/নভেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test