E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঢাকায় পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা

২০২৪ নভেম্বর ২৯ ১৫:২৫:৫০
ঢাকায় পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা

বিনোদন ডেস্ক : ঢাকায় এসেছে পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা। একটি রহস্যময় পাথরের অর্ধেকটা খুঁজে বের করতে মহাসমুদ্র পাড়ি জমায় সে। পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগিটা। এই নিয়েই সিনেমার গল্প। মুক্তির পর বিশ্বজুড়ে ঝড় তোলে মোয়ানার সেই সমুদ্রযাত্রা। গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ছবির পরের কিস্তি ‘মোয়ানা-২’। আজ (২৯ নভেম্বর) শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে ছবিটি।

২০১৬ সালে আলোড়ন সৃষ্টি করেছিল ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’। রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত ছবিটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। সেবার বক্স অফিস থেকে ছবিটি তুলেছিল ৮ হাজার ২০০ কোটি টাকারও বেশি, মার্কিন ডলারে ৬৮৭ মিলিয়ন। এরপর থেকে সিনেমাটির পরবর্তী কিস্তি দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকেরা।

নতুন কিস্তির চিত্রনাট্য ও পরিচালনায় আছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে একে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে। ‘মোয়ানা-২’-এ মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন দ্য রক।

গত ২৯ মে অবমুক্ত হয় মোয়ানা-২-এর ট্রেলার, এরপর একটি গান – ‘উই আর ব্যাক’। গানটি ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও এবং ডিজনি মিউজিক ভেবোর ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। ভিডিওতে ‘মোয়ানা’ চরিত্রে আউলি ক্রাভালহো ও ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনকে দেখা গেছে। বেশ সাড়া ফেলেছে গানটি।

এর আগে টিজারেই বোঝা গিয়েছিল যে, এবারও পর্দা কাঁপাবে মোয়ানা। দারুণ মজার আর অ্যাকশনে ভরপুর ট্রেলারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গেছে মোয়ানাকে। অসাধারণ অ্যানিমেশনে পানির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনে পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে।

ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ কতখানি তা বোঝা যায় অগ্রিম টিকেটের চাহিদা দেখে। অনলাইন টিকিট বিক্রেতা ফ্যান্ডাঙ্গোর তথ্য অনুসারে, ‘মোয়ানা-২’ অগ্রিম টিকিট বিক্রিতে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। এটি শুধু বছরের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হওয়া অ্যানিমেটেড সিনেমা নয়, বরং এটি ২০২৪ সালের চতুর্থ সেরা প্রিসেল শো হতে যাচ্ছে। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’, ‘উইকেড পার্ট ওয়ান’ এবং ‘ডিউন: পার্ট টু’-এর পরেই আছে ‘মোয়ানা-২’- এর অবস্থান।

এর আগে ডিজনির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে, অ্যানিমেটেড ফিল্ম মোয়ানার সিক্যুয়েল ছাড়াও এটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র রিমেক করা হচ্ছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। এতে ডোয়াইন জনসন অভিনয় করবেন, যেটি মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।

(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test