E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ

২০২৫ মে ১১ ১৪:৫৮:৪২
কাশ্মীর হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে নীরাবতা ভাঙলেন অমিতাভ

বিনোদন ডেস্ক : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন গত ২০ দিন ধরে পোস্ট করেছেন শূন্যতা। একটানা ‘ফাঁকা পোস্ট’ করার পর আজ (১১ মে) সকালে এমন নীরাবতা ভেঙে কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া জানালেন অমিতাভ বচ্চন। এতে তার তুমুল জনপ্রিয় সিনেমা ‘অগ্নিপথ’র আলোচিত সংলাপ তুলে ধরলেন এ বর্ষীয়ান অভিনেতা।

হিন্দিতে লেখা ওই দীর্ঘ পোস্টে অমিতাভ উল্লেখ করেছেন পহেলগামের ভয়ানক ঘটনার কথা। এটি কীভাবে ‘অপারেশন সিঁদুর’র জন্ম দিল সেকথাও লেখেন তিনি। তারপর তুলে ধরেছেন তার বাবা কবি হরিবংশ রায় বচ্চনের লেখা পঙক্তি। ঐ পঙক্তি ‘অগ্নিপথ’ সিনেমাতেও ব্যবহৃত হয়েছিল। আর তা হলো ‘তু না থামে গা কাভি, তু না মুড়েগা কাভি, তু না ঝুকেগা কাভি/ কর শপথ, কর শপথ, কর শপথ! অগ্নিপথ! অগ্নিপথ! অগ্নিপথ!’

গত ২২ এপ্রিল সব শেষ এক্স-এ পোস্ট করেছিলেন অমিতাভ। কিন্তু পহেলগাম হামলার পর থেকেই তিনি কেবলই ফাঁকা পোস্ট করতে থাকেন। এক কেন্দ্র করে কৌতূহলও তৈরি হয়েছিল তার অনুরাগীদের মনে। অবশেষে এ জঙ্গি হামলা নিয়ে তীব্র নিন্দা করে পোস্ট করেছেন বিগবি। এর আগে আমির খান, সাইফ আলি খান, রণবীর সিং, সিদ্ধার্ত মালহোত্রা, জাহ্নবী কাপুর, কঙ্গনা রানাউত, রজনীকান্ত, মামুট্টি, ইমরান হাসমির মতো অনেক অভিনেতা-অভিনেত্রীকেই এ হামলা নিয়ে কথা বলেছেন।

শনিবার (১০ মে) বিকেল পাঁচটা থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে। বিষয়টি প্রথম প্রকাশ্যে আনেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বিকেল ছয়টার দিকে এক্স-এ লেখেন, ‘পুরো রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। সঠিক সময়ে বাস্তবজ্ঞান কাজে লাগানোয় দুপক্ষকে শুভেচ্ছা।’ পরে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়া হয়।

(ওএস/এএস/মে ১১, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test