E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বেলজিয়াম মাতাবেন দেশের তারকারা

২০২৫ মে ৩০ ১৩:৫৮:৫৮
বেলজিয়াম মাতাবেন দেশের তারকারা

বিনোদন ডেস্ক : বেলজিয়াম মাতাতে যাচ্ছেন দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। বেলগো বাংলা কালাচারাল এসেসিয়েশনের আয়োজনে আগামী ২৯শে জুন হতে যাচ্ছে এক কনসার্ট।

এই কনসার্টটি অনুষ্ঠিত হবে লিয়েজ শহরের বিখ্যাত সাংস্কৃতিক মিলনায়তন থিয়েটার জর্জেস ট্রুফট জিতে। মৌসুমী মৌর উপস্থাপনায় এই আয়োজন মাতাবেন সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল, চিত্রনায়িকা তানহা তাসনিয়া ও অভিনেত্রী স্বর্ণলতা। এতে আরও থাকছেন সজল কুমার সাহা, রাজীব আহমেদ ও সেলিমউজ্জামান।

বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নৃত্য, গান, কবিতা ও নাট্যাংশ। অনুষ্ঠানটিতে প্রবেশ একেবারেই উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে।

বেলগো বাংলার সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উৎসব কেবল সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি একটি চলমান সাংস্কৃতিক আন্দোলনের অংশ। প্যারিস, লিয়েজ, জুরিখ ও বার্সেলোনার মতো ইউরোপীয় শহরগুলোতে বাংলার সুর ছড়িয়ে দিতে আমরা আয়োজন করছি এই চতুর্থ ইউরোপীয় সফরের।

তারা আরও জানায়, এই উৎসব কেবল প্রবাসী বাংলাদেশিদের জন্য নয়, বরং ইউরোপে বসবাসরত যেকোনো সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতার জন্য এক অপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠবে।

(ওএস/এএস/মে ৩০, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test