E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

প্রকাশ পেয়েছে সুজন মার্কের ‘দশ টাকা’ নাটকের ট্রেইলার

২০২৫ জুন ১২ ০০:০২:০৫
প্রকাশ পেয়েছে সুজন মার্কের ‘দশ টাকা’ নাটকের ট্রেইলার

রিপন মারমা, রাঙ্গামাটি : SMF Entertainment Bd ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সুজন মার্ক পরিচালিত নতুন নাটক “দশ টাকা”-এর ট্রেইলার। বুধবার (১১ জুন) বিকেল ৬টায় ট্রেইলারটি মুক্তি পায়। নাটকটি সম্পূর্ণরূপে মুক্তি পাবে ১৫ জুন, একই ইউটিউব চ্যানেলে।

নাটকটিতে অভিনয় করেছেন নবি হোসেন, আয়ান আসিফ, শাহ আলম, মতিউর রহমান, সুজন মার্ক, আরাফাত ও শান্ত।

“দশ টাকা” একটি মজার ও ব্যঙ্গাত্মক গ্রামীণ কাহিনি, যেখানে একটি সামান্য ভুল শুনে “দশ টাকা”কে “দশ লাখ টাকা” মনে করে বসে গ্রামের মানুষ। এই ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয় একের পর এক হাস্যকর ও নাটকীয় পরিস্থিতি।

নাটকটি তুলে ধরে সমাজে বিদ্যমান অজ্ঞতা, গুজব বিশ্বাস এবং লোভের কারণে মানুষের অন্ধ আচরণের একটি ব্যঙ্গাত্মক চিত্র। একজন নিরীহ ফকির কিভাবে গুজবের শিকার হয়ে জীবনের নাটকীয় পরিবর্তনের মুখোমুখি হয়, তাই নিয়েই এই গল্পের মূল কাহিনি।

পরিচালক সুজন মার্ক বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে, আমার কমেডি নাটক ‘১০ টাকা’ দর্শকদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই নাটকটি বহু দিন ধরে কাজ করার ফলে, আমি বিশ্বাস করি এটি দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম হবে।

(আরএম/এসপি/জুন ১১, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test