E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বরবাদ-তাণ্ডবের মতো সিনেমা দেখেই নৃশংস ঘটনা ঘটাচ্ছে নতুন জেনারেশন

২০২৫ জুন ১২ ১৬:৫৭:৫৫
বরবাদ-তাণ্ডবের মতো সিনেমা দেখেই নৃশংস ঘটনা ঘটাচ্ছে নতুন জেনারেশন

বিনোদন ডেস্ক : দেশে যেসব নৃশংস ঘটনা ঘটছে তা শাকিব খানের বরবাদ ও তাণ্ডবের মতো সিনেমা দেখেই হচ্ছে। এই জেনারেশন যা শিখছে তা এসব সিনেমা দেখেই শিখছে- এমনই অভিমত একজন দর্শকের। একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে আলাপকালে একজন মধ্যবয়সী নারী দর্শক এমন অভিযোগ তোলেন।

তিনি বলেন, শাকিব খান বরবাদ সিনেমায় এমন কোনও নেশা নেই যে করে নাই।

শেষে গিয়ে দেখা যায় নায়িকাকে না পেয়ে তাকে মেরে ফেলেছে। তাণ্ডবেও তাই। এই জেনারেশন এসব সিনেমা দেখেই নৃশংসতা শিখছে। কেউ গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে পাচ্ছে না তাই তারা খুন করছে। তাণ্ডব সিনেমাতে একদম সেইম। রায়হান রাফি, আপনার আমি পরাণ সিনেমাটা দেখেছি, ওটা অনেক ভালো লাগছে। আপনার এই তাণ্ডব মুভিতে এসব তো তুলে না ধরলেই পারতেন, ভালো কিছু তুলে ধরলে পারতেন। আমি রায়হান রাফি ও শাকিব খানকে অনুরোধ করবো আপনারা ভালো কিছু করেন।

এইসব সিনেমার বিষয় বিশ্লেষণ করে ওই অভিভাবক ও সিন্দেমা দর্শক বলেন, একজন অভিভাবক যখন সিনেমা দেখতে আসেন, তখন কিন্তু বাচ্চা বাসায় রেখে আসেন না। বাচ্চাকে সঙ্গে নিয়েই আসতে হয়। আমার মনে হয়, নতুন যে জেনারেশনটা আসছে, ওরা খারাপ হয়ে যাবে। আমরা যখন শাবনূর শাকিব খানের সিনেমা গুলো দেখতেন তখন একটা ফিল, মানবিক ব্যাপারগুলো আসতো। আমরা কিন্তু একটা পিস্তল সম্পর্কে জানি না, কিন্তু এখন বাচ্চারা মুভি দেখে সব জেনে ফেলছে।কারণ কোনটা কোন দেশের, কোন মডেলের, কোন দেশ থেকে আনা হয় সব তুলে ধরা হচ্ছে। এটা কি আমাদের জন্য ভালো হচ্ছে।

শাকিবকে অনুরোধ করে তিনি বলেন, আমার সন্তান বলছে, মামনি শাকিব খানের আমার এই জিনিসটা ভাল লাগছে। সে ইশারা করে শাকিব খানের নেশা গ্রহণের পদ্ধতিটা দেখায়ে দেয়। সে বলে এই লুকটা, একটা নাক চেপে ধরে দেখায়। আমি শাকিবকে একটাই অনুরোধ করবো, যেহেতু উনার দুইটি বাচ্চা আছে। একটা অপুর, একটা বুবলীর। উনার বাচ্চারা কিন্তু উনাকে দেখেই শিখবে। আমার বাচ্চা আপনার বাচ্চা যেহেতু শিখেছে, উনার বাচ্চাও ফলো করবে। আমি বলবো এভাবে ড্রাগস নয়, ভালো কিছু আনুন। আমরা দেখবো।

(ওএস/এসপি/জুন ১২, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test