E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

 সিকান্দারের সাথে প্রযোজকের ১২৮ কোটি টাকাও ডুবলো

২০২৫ জুন ১৮ ১৩:২১:০৫
 সিকান্দারের সাথে প্রযোজকের ১২৮ কোটি টাকাও ডুবলো

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সালমান খানের মন্দা কাটছে না। এমনকি তার সঙ্গে সম্পৃক্ত যারা, তারাও বিরাট ক্ষতির মুখে পড়তে শুরু করেছেন। সালমানের জন্য সিনেমা বানিয়ে এবার বিপদে পড়লেন প্রযোজক। জলে গেল তার ১২৮ কোটি টাকা।

গত বছরের থেকেও যেন বেশি আতঙ্কে কাটছে সালমান খানের দিন। চিরশত্রু লরেন্স বিষ্ণোই প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছিলো। এরই মধ্যে তার বাড়িতে গুলির ঘটনাও ঘটিয়েছে তার লোকেরা। এসব কারণে বেশ নিরাপত্তার মধ্যেদিয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করতে হয় সালমানকে। ঈদুল আজহায় সেই সিনেমা মুক্তি পেয়েছে। দুঃখের বিষয় হচ্ছে, এরই মধ্যে ছবিটি ফাঁস হয়ে গেছে।

নিরাপত্তাহীনতা নিয়ে ‘সিকান্দার’ ছবির শুটিং করেছিলেন সালমান খান। সিনেমাটি নিয়ে সালমান অনুরাগীদের উত্তেজনাও ছিল ব্যাপক। কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার পর প্রত্যাশিত সাফল্য পাননি সালমান। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। এর মধ্যেই নির্মাতা জানালেন, ৯১ কোটি রুপি ক্ষতি হয়েছে তাদের, যা বাংলাদেশি মুদ্রায় ১২৮ কোটি টাকার বেশি। ক্ষতির মূল কারণ পাইরেসি।

মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে ‘সিকান্দার’। পাইরেসিজনিত ক্ষতির কারণে ৯১ কোটি রুপি ক্ষতিপূরণের আবেদন করতে যাচ্ছেন সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদ্দৌলা। মুম্বাইয়ের গণমাধ্যম জানিয়েছে, ছবি ফাঁস হয়ে যাওয়ার প্রভাব পড়েছে বক্স অফিস সংগ্রহে।

জানা গেছে, ভারতের কয়েক জায়গার প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে সিকান্দার। পাইরেটেড ওই সংস্করণে এমন কিছু দৃশ্য ছিল, যেগুলো আসলে সম্পাদনার সময় ছেঁটে ফেলা হয়েছিল। এ আর মুরুগোদাস নির্মিত এ সিনেমায় সালমান ছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, কাজল আগারওয়াল, শরমন জোশি প্রমুখ।

(ওএস/এএস/জুন ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test