E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

টোকিওতে পুরস্কৃত ঢাকার ‘নীলপদ্ম’

২০২৫ জুন ২৯ ১৪:১১:৫৫
টোকিওতে পুরস্কৃত ঢাকার ‘নীলপদ্ম’

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় এটি।

এবার টোকিও লিফট অফ চলচ্চিত্র উৎসব ২০২৫-এ সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে সিনেমাটি।

পুরস্কার প্রাপ্তির পর এই সিনেমার নির্মাতা তৌফিক এলাহি গণমাধ্যমকে বলেন, টোকিও লিফট অব ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিল। জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি।

তিনি আরও বলেন, ‘নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। কর্তৃপক্ষ আমাকে ই-মেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন কিন্তু ই-মেইল চেক করতে দেরি হলো বলে বিষয়টি এখন জানাতে পারছি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়, এই সিনেমার আর্টিস্ট, কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ। এটি বর্তমানে প্রদর্শিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

(ওএস/এএস/জুন ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test