E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চলচ্চিত্র অনুদান কমিটি ছাড়লেন মম

২০২৫ জুলাই ০৩ ২২:০৭:৫১
চলচ্চিত্র অনুদান কমিটি ছাড়লেন মম

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম ২০২৪-২৫ অর্থবছরের চলচ্চিত্র অনুদান কমিটি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত ২৫ মে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এ অভিনেত্রী। তবে বিষয়টি মঙ্গলবার (১ জুলাই) ৩২টি চলচ্চিত্রকে ১৩ কোটি টাকা অনুদান প্রদানের পর প্রকাশ্যে এসেছে।

এ প্রসঙ্গে জাকিয়া বারী মম গণমাধ্যমকে জানান, তিনি গত ২৫ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ব্যক্তিগত ও পেশাগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বিষয়টি নিয়ে জাকিয়া বারী মমর দাবি- ক্ষমতার কাছে যেহেতু ব্যক্তিগত কোনো চাওয়া নেই, এজন্য শুধু কাজই করতে চেয়েছিলেন তিনি; কিন্তু সেটি হয়নি। এজন্য তার উপলব্ধি, তার ছেড়ে দেওয়া পদে অন্য কেউ এসে কাজ করলে এতে কমিটির জন্য ভালো হবে।

অভিনেত্রী জাকিয়া বারী মম ছাড়া আরও পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিস বিভাগের শিক্ষক ও অভিনেতা-নির্দেশক তিতাস জিয়া এবং নির্মাতা ও সম্পাদক সামির আহমেদ।

(ওএস/এএস/জুলাই ০৩, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test